নওগাঁর রাণীনগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- প্রকাশিত সময় ১০:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 96
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ন, ২২ জুলাই ২০২২
নওগাঁর রাণীনগরে আবু হাসান চান্দু (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে চান্দুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর সঠিক কোন কারণ বলতে পারেনি কেউ।
নিহত আবু হাসান চান্দু গোনা মধ্যপাড়া গ্রামে মৃত আব্বাস আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘুম থেকে ওঠে আবু হাসান চান্দু বাহিরে চলে যায়। এরপর বেলা ১১টা পার হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এ পর্যায়ে দুপুরের দিকে চান্দুর পরিবারের লোকজন চান্দুর ভাইয়ের বাড়ির ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পায়। এ সময় তার পরিবারের লোকজন ও স্থানীয়া চান্দুর ঝুলন্ত লাশ নামিয়ে পুলিশে খবর দেয়।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
ভেড়ামারায় এ্যাড. মোজাম্মেল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২২’র ফাইনাল ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেল শিক্ষার্থী বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ভটভটির ৫ যাত্রী নিহত ২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে পাবনায় মুজিব বর্ষের ঘর পেল ২ হাজার ১ শ ২৩ পরিবার রাতে পুলিশ কর্মকর্তার, সকালে তাঁর সাবেক দেহরক্ষীর ‘আত্মহত্যা’ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু