বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত, আহত ১৫ জন
- প্রকাশিত সময় ০৩:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / 98
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৪ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২২
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত সহ আহত ১৫ জন।
রবিবার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে একজন বাস চালক ও অপরজন ট্রাক চালক। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।
এ দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে, যানজট নিরসন ও দূর্ঘটনা কবলিত পরিবহন ২টি উদ্ধারে কাজ করছে পুলিশ। দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক সল্লায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে।
এতে হানিফ বাসের চালক ও ট্রাক চালক ঘটনাস্থলে মারা যান। এ দূর্ঘটনায় আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুইজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত কলকাতার মডেল অর্পিতার ফ্লাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার! ঈশ্বরদীতে অয়েল মিল প্রতিষ্ঠায় বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিশ্ব খাদ্য পরিস্থিতি মোকাবেলায় বন্দরগুলো চালু করতে রাশিয়া-ইউক্রেন চুক্তি সাক্ষর সম্পদই গলার কাঁটা বিলচন্দকের সাধারণ মানুষের মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে জান্তার আপত্তি খারিজ পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ উদ্বোধন নওগাঁর রাণীনগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না