ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত
- প্রকাশিত সময় ১০:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / 119
নিজেস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২২
ঈশ্বরদীতে লক্ষ্মীকুন্ডায় হাটের ইজারাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার ২৪ জুলাই সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুণ্ডলিয়া গ্রামের নাছিরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ের দৈনিক হাটের ইজারা পান চরকুরুলিয়ার আবদুল্লাহ আল কাফি। অপরদিকে চরগড়গড়ি মাদরাসা মোড় হাটের ইজারা পান একই গ্রামের গোলাম সারোয়ার। দৈনিক হাট ও সাপ্তাহিক হাটের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। তারই জের ধরে রবিবার সন্ধ্যায় চরকুরুলিয়ার নাছিরের ঘাট এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদীর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
অপরদিকে স্থানীয় সুত্রে জানায়, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা বিরাজ করছে।
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত, আহত ১৫ জন কলকাতার মডেল অর্পিতার ফ্লাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার! ঈশ্বরদীতে অয়েল মিল প্রতিষ্ঠায় বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিশ্ব খাদ্য পরিস্থিতি মোকাবেলায় বন্দরগুলো চালু করতে রাশিয়া-ইউক্রেন চুক্তি সাক্ষর সম্পদই গলার কাঁটা বিলচন্দকের সাধারণ মানুষের মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে জান্তার আপত্তি খারিজ পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ উদ্বোধন নওগাঁর রাণীনগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না