পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি
- প্রকাশিত সময় ১১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / 115
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২২
ঈশ্বরদীর প্রবীণ রাজনীতিক উপজেলা ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা নূরুল হুদা পাখি শনিবার বিকাল পৌণে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। এসময় তিনি উপজেলার শাহাপুর গ্রামে নিজবাড়িতেই ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ঈশ্বরদী তথা পাবনা আওয়ামী লীগের সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয়মুখ নূরল হুদা পাখী বর্তমান বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এ্যাসোসিয়েশনের নেতা এ্যাড. রবিউল আলম বুদু’র বড়ভাই। স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরল হুদা পাখী ছাত্রজীবনে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন। স্বাধীনউত্তরকালে তিনি ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক গোরস্তানে দাফন
মরহুম নূরুল হুদা পাখির পরলোকগমনের খবর শুনে হাজার হাজার মানুষ তার শাহাপুরের বাড়িতে ছুটে যান দেখতে। রবিবার সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত বাঘায় গাঁজাসহ আটক -১ বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত, আহত ১৫ জন কলকাতার মডেল অর্পিতার ফ্লাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার! ঈশ্বরদীতে অয়েল মিল প্রতিষ্ঠায় বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিশ্ব খাদ্য পরিস্থিতি মোকাবেলায় বন্দরগুলো চালু করতে রাশিয়া-ইউক্রেন চুক্তি সাক্ষর মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে জান্তার আপত্তি খারিজ পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ উদ্বোধন বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না