রাবি ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে যানবাহনের দ্বিগুন ভাড়া বৃদ্ধি ও আবাসন সংকট
- প্রকাশিত সময় ০২:০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / 56
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২:১০ পূরাহ্ন, ২৫ জুলাই ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার (২৫ জুলাই) শুরু হবে। চলবে বুধবার (২৭ জুলাই) পর্যন্ত। কিন্তু এর আগেই গত শুক্রবার থেকে নগরীতে বেড়ে গেছে গাড়ি ভাড়া ও খাবারের দাম। একই সাথে রয়েছে আবাসন সঙ্কটের সমস্যা।
অনেকেই অভিযোগ করে বলছেন, ভর্তি পরীক্ষার সময় হলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন। প্রতিটি আবাসিক হোটেলে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী নুরুজ্জামান। তিনি গতকাল শনিবার নগরীর রেলস্টেশন থেকে রাবি গেটে যান। এ সময় তাকে অটো ভাড়া দিতে হয়েছে ৩০ টাকা। ফিরতি পথে আসতে হয়ে ৫০ টাকায়।
তিনি বলেন, রাজশাহী রেলস্টেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটের ভাড়া ১৫ টাকা অথচ দিতে হলো ৩০ টাকা। সবার নিকট থেকেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
ভর্তিচ্ছু ও অভিভাবকদের বাড়তি চাপের সুযোগ নিয়ে রাজশাহীতে চলে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজশাহী নগরীর ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা যাত্রীদের মাঝে। এই অভিযোগ রয়েছে নগরবাসীর মধ্যে।
কাজলা থেকে সাহেব বাজার গামী একজন যাত্রী বলেন, আমি প্রতিদিন কাজলা থেকে সাহেববাজার যাই অটোরিকশায় করে। কাজলা থেকে সাহেববাজারের ভাড়া আট টাকা। কিন্তু গত বৃহস্পতিবার থেকে ১০ টাকা নেয়া হলেও শনিবার ১৫ থেকে ২০ টাকা অটোরিকশা ভাড়া নেয়া হচ্ছে। ভাড়া বেশি কেন হচ্ছে জানতে চাইলে অটোরিকশা চালকরা দুর্ব্যবহার করছে। চালকরা বলছেন, ‘গেলে যান না গেলে না যান।’
নগরীর শিরোইল বাসটার্মিনাল এলাকার রেজাউল তার আত্মীয়ের জন্য দুই দিন ধরে আবাসিক হোটেলে সিট খুঁজছেন। শহরের প্রায় অধিকাংশ হোটেলে গিয়েও সিট পায়নি। কোথাও কোনো সিট নেই। এক আত্মীয় এবার ভর্তি পরীক্ষা দিতে আসবে। তাই ২৫ তারিখের একটি সিট দরকার ছিল পাইনি বলে জানান তিনি।
রাজশাহী আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির বলেন, প্রতি বছরই এই সময়টায় এ ধরনের সংকট তৈরি হয়। আমরা হোটেল মালিকরা এই সময়টায় বিব্রত হই, বিড়ম্বনাতেও পড়ি। কারণ চেনাজানা অনেকেই আছেন, যারা হোটেলে সিট চান। আমরা পর্যাপ্ত সিট না থাকায় চাহিদা পুরনে ব্যর্থ।
ইজিবাইক ও অটোরিকশা সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমরা জানি না। তবে আমরা এখন জানলাম, খতিয়ে দেখা হবে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, আমরা রোববার (আজ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলো যাবো।
সেখানে প্রতিটা হোটেল ও রেস্তোরাঁর খাবারের মান ও মুল্য তালিকা পর্যবেক্ষণ করবো। কোন ব্যবসায়ী যদি ইচ্ছাকৃত ভাবে খাবারের মূল্যবৃদ্ধি করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। এই অভিযান ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের অভ্যন্তরের কোনো দোকানে খাবারের অতিরিক্ত দাম কিংবা যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটে চার হাজার ২০ আসনের বিপরীতে এবার ভর্তিযুদ্ধে অংশ নিতে রাজশাহী আসবেন এক লাখ ৭৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী। তাদের সঙ্গে আসবেন অভিভাবক। সব মিলিয়ে বাড়তি অন্তত প্রায় চার লাখেরও বেশি মানুষের চাপ পড়বে রাজশাহীতে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও
নোয়াখালীর চাটখিলে জাতীয় মৎস্য ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার সাঁথিয়ায় প্রধান শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত বাঘায় গাঁজাসহ আটক -১ বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত, আহত ১৫ জন কলকাতার মডেল অর্পিতার ফ্লাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার! ঈশ্বরদীতে অয়েল মিল প্রতিষ্ঠায় বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্ব খাদ্য পরিস্থিতি মোকাবেলায় বন্দরগুলো চালু করতে রাশিয়া-ইউক্রেন চুক্তি সাক্ষর সম্পদই গলার কাঁটা বিলচন্দকের সাধারণ মানুষের