ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১২:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / 166
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২২
৪৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) দিনব্যাপী দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ই.ম. শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু ও ইমদাদুল হক, সহ-সম্পাদক পদে সাংবাদিক সেলিম সরদার ও আতাউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম সনু, সাহিত্য সম্পাদক মুরাদ আলী মালিথা ও সহ-সাহিত্য সম্পাদক অলোক মজুমদার, পাঠাগার সম্পাদক নূরুল ইসলাম বাবলু, অর্থ সম্পাদক আবু দাউদ, সাংস্কৃতিক সম্পাদক এস আলমগীর ও সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সবিরুল আলম লিটন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য ওহিদুর রহমান ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, যুধীষ্টির কর্মকার, আদুবালা শীল ও আব্দুল আজিজসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি।
সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরমেয়র ইছাহাক আলী মালিথা, সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ই.ম. শহিদুল ইসলাম।
প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ দ্রুত শ্রীলংকার পরিণতীতে উপনীত হতে যাচ্ছে পাকিস্তানও পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত কুষ্টিয়ার কুমারখালীর মৎস্যচাষী মামুনের আড়াইশ টাকায় শুরু, এখন পুঁজি আড়াইকোটি সিরাজগঞ্জের উল্লাপাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ভাতা বই বিতরণ সাঁথিয়ায় প্রধান শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত, আহত ১৫ জন