সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের ছেলেকে কারাবাসে রাখতে মায়ের আকুতি
- প্রকাশিত সময় ০৮:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / 86
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরে সংসার ও নিজের জীবন বাঁচাতে সন্তানকে জেলে পাঠানোর আকুতি জানালেন মা শেফালী খাতুন। উল্লাপাড়া পৌরসভা আদর্শ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী শেফালী খাতুন। তাদের বড় ছেলে শাকিল কিছু দিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকার জন্য শাকিল এখন প্রতিদিন তার মায়ের ওপর ব্যাপক নির্যাতন শুরু করেছে।
সংসারের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে। পংগু বাবার চৌকিটিও রক্ষা সম্ভব হয়নি। শেফালী খাতুন রোববার উল্লাপাড়ায় গণমাধ্যমকর্মীদের কাছে গিয়ে তিনি জানান, তার মাদকাসক্ত ছেলে শাকিলের মারপিট ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি।
অশ্রুসিক্ত হয়ে শেফালী বলেন, ‘তার স্বামী বহুদিন ধরে পংগু হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি অন্যের বাড়িতে কাজ করে তিন ছেলে ও স্বামীকে নিয়ে খেয়ে-না-খেয়ে দিনযাপন করে করছেন।
অথচ শাকিল মাদকাসক্ত হয়ে প্রতিদিন তার কাছে টাকা চাইছে। টাকা দিতে না পারলে মাকে বেধড়ক মারধর করছে। ছোট দুই ভাইকেও মারতে উদ্ধত হচ্ছে। ইতোমধ্যে সংসারের বাসন থেকে শুরু করে সব কিছু নিয়ে বাইরে বিক্রি করে মাদক কিনছে সে। দু’দিন আগে তার পংগু বাবাকে বিছানা থেকে মাটিতে
নামিয়ে দিয়ে তার চৌকিটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে।
তিনি আরও জানান, আমার ছেলে ‘শাকিলকে দীর্ঘ সময় জেলে রাখার ব্যবস্থা নিতে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করবেন।’ শাকিলের কারাগারে যাওয়া নিশ্চিত করতে শেফালী সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
নোয়াখালীর চাটখিল এচাটখিলে লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ দ্রুত শ্রীলংকার পরিণতীতে উপনীত হতে যাচ্ছে পাকিস্তানও পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত কুষ্টিয়ার কুমারখালীর মৎস্যচাষী মামুনের আড়াইশ টাকায় শুরু, এখন পুঁজি আড়াইকোটি সিরাজগঞ্জের উল্লাপাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ভাতা বই বিতরণ