বিজ্ঞপ্তি :
অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরমিানা
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / 106
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২২
পাবনা সদরের হেমায়েতপুর ইউনয়িনের মুজিবর্বষ ঘর এলাকায় পদ্মা নদীতে অবধৈভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালত পরচিালনা করা হয়।
পাবনা সদর সহকারী কমিশনার (ভুমি) কাওছার আহমদে সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কুষ্টিয়ার মিরপুর উপরজেলার শাহেদ নগরের আরিফ ইকবাল (৩৫)-কে অবধৈভাবে বালু উত্তোলনরে দায়ে ভ্রাম্যমান আদালত পরচিালনা করে ১ লক্ষ টাকা জরমিানা করনে। এ সময় তার অন্য সহযোগীার পালয়ি যায়। বালসিহ অন্যান্য জনিষিপত্র জব্দ করা হয়।
সহকারী কমশিনার (ভুমি) কাওছার আহমদে এ তথ্য নশ্চিতি করে জানান, গোপন সংবাদে জানতে পারেন কুষ্টিয়া জলো থেকে কিছু বালুদস্যু পাবনা সীমানায় এসে অবধৈভাবে বালু উত্তোলন করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ
পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ দ্রুত শ্রীলংকার পরিণতীতে উপনীত হতে যাচ্ছে পাকিস্তানও পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত কুষ্টিয়ার কুমারখালীর মৎস্যচাষী মামুনের আড়াইশ টাকায় শুরু, এখন পুঁজি আড়াইকোটি সাঁথিয়ায় প্রধান শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক নিহত, আহত ১৫ জন
আরও পড়ুনঃ