পাবনার ভাঙ্গুড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা শালিস মাধ্যমে রফাদফা!
- প্রকাশিত সময় ০৯:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / 77
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:৪৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় রাবেয়া খাতুন(৬) নামের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মধূ হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মৌসুমী খাতুন বাদি হয়ে গত ১৯জুলাই মঙ্গলবার ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
গত সাত দিনেও পুলিশ এক অজ্ঞাত কারণে হৃতদরিদ্র পরিবারের অমানবিক আবেদনটি আমলে নিয়ে ব্যবস্থা নেয়নি। ঘটনাটি ঘটেছে, ভাঙ্গুড়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্বাস কানার ছেলে অভিযুক্ত মধু হোসেন বাড়িতে।
ভিকট্রিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার(২১ জুলাই) রাতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেন তার নিজ বাসায় উভয় পক্ষকে ডেকে এক শালিসী বৈঠকের মাধ্যমে অভিযুক্ত মধু হোসেন(৫০) কে ২০ হাজার টাকা জরিমানা করে তা সমাধান দিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগ জানা যায়, গত ৭ জুলাই দুপরের দিকে শিশুটির মা কাজের জন্য বাইরে থাকায় পাশের বাড়ির বাসিন্দা মধু হোসেন তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে উপর্যপুরি ধর্ষণ চেষ্টা করে।
এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন। এ ঘটনার পর শিশুটির মা বাড়ি আসলে সে ঘটনা সব খুলে বলেন।এ লোমহর্ষক কথা শুনে হতবাগ মা প্রতিবেশী মধু হোসেন এর বাড়িতে গিয়ে ঘটনা জানতে চাইলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর শিশুটির মা-বাবা বিচারের জন্য বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন।
৪ নং ওয়ার্ড কাউন্সিলার এর নিকট গেলে তাকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এবং পরই গত ১৯জুলাই মঙ্গলবার থানায় অভিযোগ দেন । অপর দিকে
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেন তার বাসায় বাদি -বিবাদীদের ডেকে নিয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে এক শালিশী বৈঠকের মাধ্যমে অভিযুক্ত মধূ হোসেন কে ২০ হাজার টাকা জরিমানার মাধ্যমে নিরাপরাধ করে দেন। এ সময় তাদের কাজ থেকে লিখিত রেখে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত মধু হোসেন বলেন, শিশুটি তার নাতনীর বয়সী ,তাই তার সাথে একটু ঠাট্টা-তামাশা করা হয়েছে। এ বিষয়ে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজনুর রহমান সরকার জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে থানায় পাঠানো হয়েছিল।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ লোকমান হোসেন জানান, উভয়ই তার বাসায় হাজির হয়ে এক বৈঠকের মাধ্যমে আলোচনা করে মিল হয়েছে।ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃফায়সাল বিন আহসান জানান,এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে ছিল। কিন্ত ভিকট্রিমের মা পরবর্তীতে অভিযোগের বিষয়ে বলেন, নিজের মধ্যে সৃষ্ট ঘটনাটি ভূল বুঝাবুঝির নিরোসন হয়েছে। তাই অভিযোগটি অগ্রগতি হয়নি।
নোয়াখালীর চাটখিল এচাটখিলে লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ দ্রুত শ্রীলংকার পরিণতীতে উপনীত হতে যাচ্ছে পাকিস্তানও পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত কুষ্টিয়ার কুমারখালীর মৎস্যচাষী মামুনের আড়াইশ টাকায় শুরু, এখন পুঁজি আড়াইকোটি