ফেনীর মোহাম্মদ আলীতে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতা আটক
- প্রকাশিত সময় ১১:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / 65
ফেনী সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলীতে ২২৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। রোববার ভোরে মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকার বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মো. আকবর হোসেন (২৬), শামসুল ইসলাম সুজন (২৭) ও দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করে র্যাব।
আটককৃত আকবর কুমিল্লার দাউদকান্দি থানার টামটা সরকার বাড়ীর আমির হোসেনের ছেলে, সুজন ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার আখাউড়া কাজী বাড়ীর শফিকের ছেলে, দেলোয়ার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী সাহেবনগর এলাকার আবদুস সাত্তারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের র্যাব-৭ এর একটি দল মোহাম্মদ আলী বাজার এলাকায় অবস্থান নেয়। কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করা হয়। এসময় তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। পরে তাদের দেখানোমতে গাড়ীর পেছনে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আসামীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লার বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবীদের কাছে খুচরা-পাইকারী বিক্রি করে আসছে।
চট্টগ্রামস্থ র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় জমা দেয়া হয়েছে।
পাবনায় জামিন পেয়ে আসামীরা বেপরোয়া : হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করার পর এবার মেরে ফেলার দম্ভোক্তি অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরমিানা পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ দ্রুত শ্রীলংকার পরিণতীতে উপনীত হতে যাচ্ছে পাকিস্তানও পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি : ১৫ জন আহত কুষ্টিয়ার কুমারখালীর মৎস্যচাষী মামুনের আড়াইশ টাকায় শুরু, এখন পুঁজি আড়াইকোটি