টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সেজে তিন জামায়াত কর্মীর চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ
- প্রকাশিত সময় ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / 90
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৮ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে তিন জামায়াত কর্মী মুক্তিযোদ্ধা সেজে প্রকাশ্যে চাঁদাবাজি ও প্রতারণা করছেন বলে অভিযোগ তুলেছেন সকল মুক্তিযোদ্ধারা।
আজ ২৬ জুলাই (মঙ্গলবার) দুপুরে গোপালপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। এতে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধকালিন কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ছয়ানীপাড়া গ্রামের মিনহাজ উদ্দীন, বেড়াডাকুরি গ্রামের আলতাফ হোসেন এবং নলিন গ্রামের আব্দুস সাত্তার জামায়াত কর্মী। এ তিনজন জালজালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সেজে একটি ভূয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে চাঁদাবাজি করছে। চাঁদা না দেয়ায় প্রভাবশালীদের যোগসাজশে নানা স্থানে বানোয়াট দরখাস্ত দিয়ে প্রকৃত এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের হয়রানি করছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এ তিন প্রতারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।
পরে শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিকার চেয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
চাটখিলে মেয়েকে যৌন হয়রানি: বাবার বিরুদ্ধে মামলা ফেনীর মোহাম্মদ আলীতে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতা আটক পাবনায় জামিন পেয়ে আসামীরা বেপরোয়া : হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করার পর এবার মেরে ফেলার দম্ভোক্তি অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরমিানা পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২ দ্রুত শ্রীলংকার পরিণতীতে উপনীত হতে যাচ্ছে পাকিস্তানও পরলোকে প্রবীণ রাজনীতিক ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নূরুল হুদা পাখি