অবশেষে ভাঙ্গুড়া হিসাব রক্ষণ অফিসের অডিটর ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলীকে স্ট্যান্ড রিলিজ
- প্রকাশিত সময় ১১:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / 145
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২২
অবশেষে হিসাব রক্ষণ অফিসের অডিটর ও আওয়ামীলীগ নেতা ইউনুস আলীকে স্ট্যান্ড লিলিজ করে বদলী করা হয়েছে। ডিভিশনাল কন্ট্রোল অব একাউন্টস, রাজশাহীর নিরীক্ষা ও হিসাব রক্ষণ অফিসার ২৬ জুলাই ২০২২ তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। তাকে পাবনা জেলা একাউন্টস এন্ড ফিনান্স (ডিএএফও) বদলী করা হয়েছে। আগামী ৩১ তারিখে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে ভাঙ্গুড়া উপজেলায় তার বিরুদ্বে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। ভুক্তভোগীদের অভিযোগ, অফিসের অডিটর ইউনুছ কমিশন ছাড়া কোনো ফাইল হাতে নেন না। নির্দিষ্ট কমিশন দিলেই তিনি চেক ছাড় করেন। নয়তো তিনি নানান অজুহাতে চেকগুলো আটকে রাখেন। অভিযুক্ত ইউনুছ পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা এবং গুণাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও। গুণাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক (ইউপি) চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম অডিটর ইউনুছ আলীর দলীয় পদবীর সত্যতা নিশ্চিত করে তিনি জানান প্রায় ৬ বছর যাবৎ বর্তমান পর্যন্ত ইউনুছ আলী সাধারণ সম্পাদক হিসেবে দলের দায়িত্ব পালন করে আসছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ ইউনুছ আলী গত ২০২০ সালের অক্টোবর মাসে ভাঙ্গুড়া অফিসে যোগদান করেন। এর আগে তিনি পাবনার বেড়া উপজেলা কর্মরত ছিলেন। ভাঙ্গুড়া উপজেলায় তিনি যোগদানের পর ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জিপিএফ হিসাব নম্বর খোলা, বেতন নির্ধারণ, বকেয়া বিল, জিপিএ চূড়ান্ত বিলসহ কোনো কিছুই মোটা অঙ্কের উৎকোচ ছাড়া স্বাক্ষর করেন না অডিটর ইউনুছ আলী। সরকারি কর্মকর্তা হয়েই আওয়ামীলীগের দলীয় নেতা হওয়াতে কাউকে তোয়াক্কা করেন না। বাধ্য হয়েই তাকে কমিশন দিতে হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি চেকের বিপরীতে হিসাবরক্ষণ অফিসের অডিটর ইউনুছ আলীকে ৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়। না হলে চেক ছাড় করেন না। চুক্তিবদ্ধ না হলে মাসের পর মাস তার পিছে পিছে ঘুরতে হয়। বিশেষ করে সরকারি বিল, অফিসারদের টিএডিএ, অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধা প্রভৃতি ক্ষেত্রে টাকা ছাড়া কোন কাজ করেন না। অভিযোগ রয়েছে উপজেলা পরিসংখ্যান অফিসের জনসুমারী কর্মীদের ভাতা উত্তোলন, স্বাস্থ্য কমপ্লেক্সের বিল, শিক্ষা অফিসের বিল, নির্বাচন অফিসারের বিল প্রভৃতি ক্ষেত্রে ৫% উৎকোচ নেওয়ার পর তাদের ফাইলের কাজ করেছেন ওই অডিটর।
ভাঙ্গুড়া পৌরসভার মাষ্টারপাড়া মহল্লার বাসিন্দা ও উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (অব:) আব্দুস সালাম বার্তা সংস্থা পিপ‘কে জানান, অবসর ভাতা, গ্রাচ্যুয়িটি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার জন্য অনেক হয়রানি হবার পর বাধ্য হয়ে ওই অডিটর ইউনুছ আলীর দাবি অনুযায়ী তাকে ১ লাখ ১৫ হাজার টাকা দেওয়ার পর তিনি তার কাজ করে দিয়েছেন। তারপর তিনি অবসর সুবিধা পান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনুছ আলী দলীয় পদে থাকার সত্যতা স্বীকার করে বার্তা সংস্থা পিপ‘কে বলেন, ঘুষের ব্যাপারে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে তিনি দাবি করেন। একজন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক দলে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদে থাকলেও স্থানীয় এমপির অনুরোধে আমি এখন নিস্ক্রিয় রয়েছি”।
এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বার্তা সংস্থা পিপ‘কে বলেন, অডিটরদের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ থাকতে পারে। অডিটর ইউনুছ আলীর দলীয় পদবীর বিষয়ে জানতে চাইলে তিনি সমকাল‘কে বলেন, সরকারি কর্মচারী-কর্মকর্তার রাজনৈতিক দলের পদবী গ্রহন সরকারি কর্মচারী আচরণ বিধির সম্পর্ণ পরিপন্থী। তাই এর দালিলিক প্রমাণাদি কর্তৃপক্ষের নিকট দাখিল করা হলে তার উপর বিভাগীয় শাস্তি বর্তাবে।
অডিটর ইউনুস আলীর বিদলীর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বার্তা সংস্থা পিপ‘কে বলেন, বদলী সংক্রান্ত একটি পত্র পাওয়া গেছে সেখানে আগামী ৩১ জুলাই ২০২২ তারিখে পদায়নকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে।
উপজেলার বিভিন্ন সরকারি দাপ্তরিক প্রধানগণ ও অবসরে যাওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে ওই অডিটরের বিরুদ্ধে আনিত অভিযোগ গুলির সঠিক তদন্ত করার দাবী করেছেন। এ বিষয়ে গত ২৪ জুলাই বার্তা সংস্থা পিপ একটি বিস্তারিত খবর পরিবেশন করে। – পিপ নিউজ
পাবনা জেলা শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক কর্মস্থল ত্যাগের নির্দেশ ফ্লোটিং মার্কেটে হঠাৎ ডলারের দাম রেকর্ড ১১২ টাকা চাটখিলে মেয়েকে যৌন হয়রানি: বাবার বিরুদ্ধে মামলা ফেনীর মোহাম্মদ আলীতে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতা আটক পাবনায় জামিন পেয়ে আসামীরা বেপরোয়া : হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করার পর এবার মেরে ফেলার দম্ভোক্তি অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরমিানা পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন প্রাকৃতিক উৎসে মাছের বংশ বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে : পাবনা জেলা প্রশাসক সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসর রাতের পরই স্বামী উধাও ৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পাবনার র্যাব ১২