টিএম রেকর্ডসের ‘পালাবি কোথায়’ গানে ফের নার্গিস ফাকরি
- প্রকাশিত সময় ১১:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / 179
স্বতঃকণ্ঠ বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২২
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আনিকার কণ্ঠে আসছে টিএম রেকর্ডসের নতুন গান ‘পালাবি কোথায়’। গানটির মধ্য দিয়ে ফের বাংলাদেশের গানে মডেল হয়ে হাজির হচ্ছেন বলিউড নায়িকা নার্গিস ফাকরি।
তাপসের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
মুম্বাইয়ে এই মিউজিক ভিডিওর চিত্রধারণ হয়। আজ মঙ্গলবার (২৬ জুলাই) প্রকাশিত হয়েছে তারই ফার্স্টলুক টিজার।
টিএম রেকর্ডস হয়ে নতুন গান প্রকাশে আনিকা দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, এই গান আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশন। সেই সময়টা মনে পড়ছে যখন ভাবতাম ইস তাপস স্যারের সঙ্গে গান করার একটা চান্স পেতাম। আজ স্বপ্নটা নিজের চোখের সামনেই সত্যি হতে দেখছি। চোখের সামনে টিএম এর গানগুলো হতে দেখেছি তাই আমরা যারা শিল্পী তাদের আবেগটাও অনেক বেশি।তাপস ভাই এবং ভাবির কাছে কৃতজ্ঞ তারা যে আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে এনে বার করেছে, যার সম্পর্কে আমি নিজেই ছিলাম অজ্ঞাত। ইনশাল্লাহ্ সবার আমার গানটা ভালো লাগবে এমন প্রত্যাশা করছি।
টিএম রেকর্ডস থেকে এর আগে প্রকাশিত হয় আনিকার ‘পরাণ বন্ধু’ শিরোনামের একটি গান। অন্যদিকে নার্গিস ফাকরি উপস্থিত হয়েছিলেন লুইপা ও শামিমের কণ্ঠে ‘মনেরই খবর’ গানে। দুটি গানই ছুঁয়েছে কয়েক মিলিয়ন ভিউস।
নতুন গানে আনিকা ও নার্গিস ফাকরির এ নতুন ক্যামিস্ট্রি শ্রোতাদের মাঝে আলোড়ন তুলবে এমনটাই প্রত্যাশা করছে টিএম রেকর্ডস।
বিশ্বময় বাংলা গানকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে উপস্থাপনের লক্ষ্যে যাত্রা শুরু করা টিএম রেকর্ডস শুরু থেকেই বৈচিত্রময় গান ও ব্যয়বহুল ও আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিও দিয়ে শ্রোতাদের মাঝে স্থান করে নিয়েছে। নিয়মিত গান প্রকাশের মধ্য দিয়ে সে যাত্রা অব্যাহত রেখেছে তারা।
খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গানটিও মুক্তি পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
ঈশ্বরদীতে হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ অবশেষে ভাঙ্গুড়া হিসাব রক্ষণ অফিসের অডিটর ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলীকে স্ট্যান্ড রিলিজ পাবনা জেলা শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক কর্মস্থল ত্যাগের নির্দেশ টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সেজে তিন জামায়াত কর্মীর চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ ফ্লোটিং মার্কেটে হঠাৎ ডলারের দাম রেকর্ড ১১২ টাকা চাটখিলে মেয়েকে যৌন হয়রানি: বাবার বিরুদ্ধে মামলা ফেনীর মোহাম্মদ আলীতে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতা আটক পাবনায় জামিন পেয়ে আসামীরা বেপরোয়া : হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করার পর এবার মেরে ফেলার দম্ভোক্তি অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরমিানা পাবনায় সাড়ম্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উদ্বোধন