বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পাওয়ায় ঈশ্বরদী পৌরসভার মেয়রকে সংবর্ধনা
- প্রকাশিত সময় ০৭:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / 82
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৮ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২২
বৃক্ষরোপনে বিশেষ স্বীকৃতি স্বরুপ ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইসাহক আলি মালিথা “বৃক্ষরাপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার” পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী পৌরসভা চত্বরে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের পর মেয়র ইসাহক আলি মালিথা ছাড়াও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ আবুল হাসেম, নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, কাউন্সিলর কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, ওয়াকিল আলম, আঃ লতিফ মিটু, আবু জাহীদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান, রহিমা খাতুন, ফিরাজা বেগম, ফরিদা ইয়াসমিন, পৌর সার্ভিস এ্যাসোসিয়শনের সভাপতি মুর্শিদ হাসান কল্লোল ও সাধারণ সম্পাদক মাসুদুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কর্মকর্তা খায়রুল কবীর লিটন।
এর আগে পৌর মেয়র পৌরসভা চত্বরে এসে পৌঁছালে তাকে পুস্পমাল্য দিয়ে বরণ করে নেন পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে পৌরসভা চত্বরে একটি ফলজ গাছের চারা রোপন করেন মেয়র মোঃ ইসাহক আলি মালিথা।
উল্লখ্য, গত রবিবার (২৪ জুলাই) ঢাকার আগারগাঁও বন ভবনের হেমন্ত মিলায়তনে জাতীয় বৃক্ষমলা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইসাহক আলি মালিথার হাতে “বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার” এর সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন বন ও পরিবশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
চাটখিল ২ নং রামনারায়নপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারের বাড়িতে বোমা হামলা চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ যন্ত্রপাতি নির্মাণ কারখানা পরিদর্শনে বাংলাদেশি বিশেষজ্ঞদল টিএম রেকর্ডসের ‘পালাবি কোথায়’ গানে ফের নার্গিস ফাকরি ঈশ্বরদীতে হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ অবশেষে ভাঙ্গুড়া হিসাব রক্ষণ অফিসের অডিটর ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলীকে স্ট্যান্ড রিলিজ পাবনা জেলা শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক কর্মস্থল ত্যাগের নির্দেশ টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সেজে তিন জামায়াত কর্মীর চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ ফ্লোটিং মার্কেটে হঠাৎ ডলারের দাম রেকর্ড ১১২ টাকা চাটখিলে মেয়েকে যৌন হয়রানি: বাবার বিরুদ্ধে মামলা