অর্পিতার দ্বিতীয় বাসা থেকে আবারও ২০ কোটি রুপি উদ্ধার!
- প্রকাশিত সময় ০২:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / 131
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২২
পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালিয়ে বুধবার (২৭ জুলাই) রাতে টাকার পাহাড় উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি রুপির সন্ধান মিলেছে। এই অর্থ নিয়ে যেতে বেলঘরিয়ার রথতলার ওই অভিজাত আবাসনে একটি ট্রাক আনা হয়। উদ্ধার হওয়া নগদ অর্থ ওই ট্রাকের ভিতর থাকা ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হবে বলে খবর মিলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।
বুধবার রাত ১১টা নাগাদ অর্পিতার বেলঘরিয়ার আবাসনে আসে ট্রাকটি। ইডি সূত্রে খবর, ট্রাকটির ভিতর ২০টি ট্রাঙ্ক রয়েছে। সেই ট্রাঙ্কগুলিতে উদ্ধার হওয়া কোটি কোটি রুপি বোঝাই করা হচ্ছে। ট্রাক আসার কিছু পড়ে অর্পিতার ফ্ল্যাটে স্টেট ব্যাঙ্ক অব ই়ন্ডিয়ার আরও দু’জন কর্মী আসেন। ইডির দাবি, অর্পিতার বাড়িতে আরও নগদ অর্থ রয়েছে। তা গোনার জন্য আরও দু’জন ব্যাঙ্ককর্মীকে ডেকে আনা হয়েছে।
সন্ধ্যা থেকে চারটি নোট গোনার যন্ত্র দিয়ে চলে অর্থ গোনা। ইডি সূত্রে খবর, প্রথম রাউন্ডে ১৫ কোটি রুপি গোনা সম্ভব হয়। তার কিছু ক্ষণের মধ্যেই আরও ৫ কোটি রুপি গোনা হয় বলে খবর পাওয়া যায়। এ ছাড়াও পাওয়া গেছে প্রচুর সোনার বার। যার বাজারমূল্য অন্তত দু’কোটি টাকা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হয়েছে রৌপ্যমুদ্রাও। বেশ কিছু দলিলও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।
গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি রুপি ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তার পর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে ‘পার্থ-ঘনিষ্ঠ’-এর। বুধবার সকালে সেখানেই অভিযান চালায় ইডি।
দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি ৫১ লাখ, নারীর সংখ্যা বেশি নাটোরে লালপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঝুলফু সম্পাদক লুলু সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে মানবিক ইউএনও বিতান কুমারের বদলী চান না কুমারখালীবাসী বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পাওয়ায় ঈশ্বরদী পৌরসভার মেয়রকে সংবর্ধনা চাটখিল ২ নং রামনারায়নপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারের বাড়িতে বোমা হামলা চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ যন্ত্রপাতি নির্মাণ কারখানা পরিদর্শনে বাংলাদেশি বিশেষজ্ঞদল টিএম রেকর্ডসের ‘পালাবি কোথায়’ গানে ফের নার্গিস ফাকরি ঈশ্বরদীতে হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ