নাটোরের বড়াইগ্রামে দুই যুবককে পিটিয়ে ১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ
- প্রকাশিত সময় ১০:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / 93
নাটোর প্রতিনিধি
প্রকাশিত:১০:৩৫ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২২
নাটোরের বড়াইগ্রামে দুই যুবককে পিটিয়ে জখম করে ১লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের থানাইখাড়া গ্রামে এঘটনা ঘটে। আহত দুই যুবক ঐ এলাকার রিপন প্রামানিকের ছেলে রিয়াজুল (১৬) ও সৌদি প্রবাসী বাপ্পী হোসেনের ছেলে স্বাধীন(১৯)।
ভুক্তভোগী স্বাধীন জানান- তার প্রবাসী বাবার পাঠানো ১ লক্ষ টাকা নগর তালগাছিয়া পাড়ার ওয়াহেদের বাড়ি থেকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে থানাইখাড়া গ্রামের শাহাদতের বাড়ী এলাকায় পৌঁছালে একই গ্রামের মৃত কোরমান আলীর ছেলে কায়েম উদ্দিন(৪০) ও অজ্ঞাত এক যুবক তাদের পথ রোধ করে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এসময় তাদের হাতে থাকা বাঁশের লাঠি ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এতে রিয়াজুলের মাথা ও নাক ফেটে গুরুতর আহত হয় এবং স্বাধীনের হাতের আঙ্গুল ফেটে যায়। পরে স্থানীয়রা আহত যুবকদের উদ্ধার করে নগর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রিয়াজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা যায়।
বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুমারখালীতে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএমএসএফ-এর কমিটি গঠিত অর্পিতার দ্বিতীয় বাসা থেকে আবারও ২০ কোটি রুপি উদ্ধার! পাবনায় পুলিশ নারী কল্যাণ (পুনাক) ভবন উদ্বোধন পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম বর্ষপূর্তি উদযাপন পাবনায় এমপি প্রিন্স’র উদ্যোগে সজিব ওয়াজেদ জয়’র জন্মদিন পালন দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি ৫১ লাখ, নারীর সংখ্যা বেশি নাটোরে লালপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঝুলফু সম্পাদক লুলু