সাঁথিয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মানববন্ধন
- প্রকাশিত সময় ০৭:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
- / 65
সাঁথিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫০ অপরাহ্ন, ১ আগষ্ট ২০২২
পাবনার সাঁথিয়া বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান কর্তৃক শিক্ষকদের সাথে অসাদাচরণ ও অশ্রাব্য ভাষায় আপত্তিকর গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের দু’পাশে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, আমি ব্যাক্তিগত কাজে ঢাকাতে থাকায় কোন প্রকার সরকারী অনুমতি না নিয়ে বিধিলংঘন করে বিদ্যালয়ের সীমানা ঘেষে মন্দিরের নামে মার্কেট ও প্রাচীর নির্মাণ কাজ করতে যায়অ এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা প্রধান শিক্ষকের উপস্থিতে কাজ করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান তার সন্ত্রাসী বাহিনী তহশীল অফিসের পিয়ন পিযুস, পৌরসভার কর্মচারী পুলক পাল ,সঞ্জয় কুমারসহ অজ্ঞাত আরও বেশ কয়েজন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের গালিগালাজ করে ও আপত্তিকর ভাষায় গালিগালাজসহ অসাদাচরণ করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি হয়ে কিভাবে বিদ্যালয়ের মধ্যে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন তা আমার বোধগম্য নয়। আমি এর দৃষ্টান্তমূল শাস্তি চাই।
শিক্ষার্থীরা মাজি আক্তার মুক্তা জানায়, বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের গালিগালাজ করেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দান সান , তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, বিদ্যালয়ের বিষয়ে শিক্ষকদের ডেকেছি। তাদের সাথে আলাপ-আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
পাবনার চাটমোহরে ৭তম জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চাটমোহরের সোয়াদ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত তাড়াশে বজ্রপাতে ১ গৃহবধূর মৃত্যু মিউজিক ভিডিও’র শুটিং চলাকালে বন্দুকধারীদের হামলা : ৮ মডেলকে গ্যাংরেপ র্যাব-১২ এর অভিযানে ঈশ্বরদীতে ১৭ কেজি ৮৩০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভূঞাপুরে মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীন দেশ পত্রিকার মোড়ক উন্মোচন পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভা অনুষ্ঠিত স্বচ্ছ, নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ মানবাধিকারের আওতাভুক্ত : জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তরুণ জলবায়ু কর্মীরা ভাঙ্গুড়ায় ট্রেনের গতি ধীর হলেই রাতে চলে সংঘবদ্ধ ছিনতাই চাটখিলে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার