চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের নতুন ঘর প্রদান
- প্রকাশিত সময় ১১:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
- / 116
স্টাফ রিপোর্টোর
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ১ আগষ্ট ২০২২
একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত বছরের জুলাই মাসে নোয়াখালী জেলা পরিষদের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের গৃহহীনদের ঘর নির্মান কাজের অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় মোট গৃহহীন ১০টি পরিবারকে উন্নত মানসম্মত বসত ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (০১ আগস্ট) সকালে উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম আবুতরাব নগর ব্যাপারী বাড়ির গৃহহীন মো. সামছুউদ্দিন কে ঘর উপহার দেওয়া হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির বলেন, তার প্রতিশ্রুত ১০টি ঘরের নির্মান কাজ তার ব্যক্তিগত অর্থায়নে চলমান রয়েছে। নির্মান কাজ শেষ হলে পর্যায়ক্রমে ১০টি পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে। নতুন ঘর পেয়ে সামছুউদ্দিন আনন্দের অভিভূত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা চেয়ারম্যান এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক কামরুল কানন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান রুবেল সদস্য সচিব ইয়াছিন চৌধুরী সহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাঁচা মরিচ পচনরোধের উপায় পোশাক রপ্তানির নতুন পথ খুলে দিলো মোংলা বন্দর কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা সাঁথিয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মানববন্ধন পাবনার চাটমোহরে ৭তম জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চাটমোহরের সোয়াদ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত তাড়াশে বজ্রপাতে ১ গৃহবধূর মৃত্যু মিউজিক ভিডিও’র শুটিং চলাকালে বন্দুকধারীদের হামলা : ৮ মডেলকে গ্যাংরেপ র্যাব-১২ এর অভিযানে ঈশ্বরদীতে ১৭ কেজি ৮৩০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভূঞাপুরে মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীন দেশ পত্রিকার মোড়ক উন্মোচন