ঈশ্বরদী রেলওয়ের টিটিই হাসিবুর রহমানকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে
- প্রকাশিত সময় ০২:৪৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / 187
নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৬ পূর্বাহ্ন, ০৪ আগষ্ট ২০২২
ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের টিটিই হাসিবুর রহমান হাসিব কে ষ্ট্যান্ড রিলিজ করার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নং আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শ্লীলতাহানি করে। ঐ নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামড়াতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল। ডিউটিরত টিটিই হাসিব তার কাছে টিকিট দেখতে চেয়ে তাকে শ্লীলতাহানি করে। শ্লীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটি তার আত্বীয় স্বজনদের কাছে মুঠোফোনে ঘটনাটি অবহিত করে।
এদিকে তার আত্বীয় স্বজনের কয়েকজন যুবক তাৎক্ষণিক ভাবে এয়ারপোর্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবুর রহমান হাসিবকে ষ্টেশনে ট্রেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় না। ট্রেনটি এয়ারপোর্ট ষ্টেশন ছেড়ে যায়। এসময় ঐ নারীর আত্বীয়রা টিটিই হাসিবুর রহমান হাসিব এর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান কর্তব্যরত গার্ড সেলিম।
গার্ড সেলিম আরও বলেন, প্রায় একবছর ধরে ঐ নারীকে উত্যক্ত করে আসছে বলে শুনেছি, তবে কতটা সত্য তা বলতে পারবোনা।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ বিষয়ের সূত্র ধরেই ৩ আগস্ট তাকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিব এর সাথে মুঠোফোনে তার ষ্ট্যান্ড রিলিজ এর বিষয় সহ উপরোক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানি না।
এদিকে তার ষ্ট্যান্ড রিলিজ এর বিষয়ে পাকশী রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন (ডিসিও) সাথে কথা বললে তিনি ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।
ঈশ্বরদীতে খোয়া যাওয়া ১১টন স্ক্র্যাপসহ ট্রাক উদ্ধার ছিলনা গেইটম্যান : ঢুকল ট্রেন! ভেড়ামারা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন জ্বালানির মূল্যবৃদ্ধি ও লোড শেডিংয়ের প্রতিবাদে পাবনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মুত্যু চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের নতুন ঘর প্রদান কাঁচা মরিচ পচনরোধের উপায় পোশাক রপ্তানির নতুন পথ খুলে দিলো মোংলা বন্দর কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা সাঁথিয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মানববন্ধন