টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাত ও দল বেঁধে ধর্ষণ ঘটনার মূল হোতা গ্রেফতার
- প্রকাশিত সময় ০৪:০০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / 113
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ অপরাহ্ন, ৪ আগষ্ট ২০২২
কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে উঠে যাত্রীদের হাত-পা-চোখ বেঁধে মারধর, সম্পদ লুট ও এক নারীকে ধর্ষণের ঘটনায় রাজা মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলেনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন,ভোরে শহরের নতুন বাস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির মূল হোতা রাজা মিয়া কে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা পুলিশ।
এই সময় তিনি বলেন, ঈগল পরিবহনের যে বাসটি ডাকাতের কবলে পড়ে, সেই বাসের চালককে সরিয়ে দিয়ে রাজা চালকের সিট দখল করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় কে কে জড়িত ছিলো তা আমাদের জানিয়েছে।
জানা যায় ,রাজা মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ।শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঢাকা-টাঙ্গাইল সড়কে চলাচলকারী ঝটিকা পরিবহনের বাসের চালক তিনি।
এর আগে মঙ্গলবার (২ আগস্ট) রাতে কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ঈগল পরিবহণের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মঙ্গলবার ছেড়ে আসার পথে রাতে বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে নৈশভোজের জন্য যাত্রা বিরতি দেয়। পরে দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহনকরা ১০-১২ জন তরুণ যাত্রী উঠেন। তখন সবাই প্রায় ঘুমে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা ওই তরুণ দল অস্ত্রের মুখে একে একে ঘুমন্ত যাত্রীদের সবাইকে বেঁধে ফেলে। প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে চালককেও জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পাঁচ মিনিটের মধ্যে সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গহনা লুট করে নেয়। তারপর এক নারী যাত্রীকে ধর্ষণ করে। পরে বাস বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ও তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে। শেষে পথ পরিবর্তন করে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির ডিবিতে ঠেকিয়ে ডাকাত দল নেমে যায়।
অবশেষে পাবনা ডিবি পুলিশের জালে ধরা সেই কুখ্যাত ভুয়া ডিবি পুলিশ তাঁর স্বামীকে হেয় করার উদ্যেশ্যে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীনের ঋণের চাপে বড়াইগ্রামে নিজের গলায় বটি চালিয়ে আত্মহত্যা করলেন মোবাইল ব্যবসায়ী সোহেল টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাত ও দল বেঁধে ধর্ষণ ঘটনার মূল হোতা গ্রেফতার বাঘায় জাল দলিল তৈরির অভিযোগে দলিল লেখকসহ পাঁচজনের জামিন না মঞ্জুর ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মুত্যু চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের নতুন ঘর প্রদান কাঁচা মরিচ পচনরোধের উপায় পোশাক রপ্তানির নতুন পথ খুলে দিলো মোংলা বন্দর কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা