অবশেষে পাবনা ডিবি পুলিশের জালে ধরা সেই কুখ্যাত ভুয়া ডিবি পুলিশ
- প্রকাশিত সময় ০৪:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / 73
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫০ অপরাহ্ন, ৪ আগষ্ট ২০২২
পাবনায় ডিবি পাবনা লেখা ডিবির জ্যাকেট/কটি, এক জোড়া হ্যান্ডক্যাফ, একটি আরটিআর মোটর সাইকেল, পুলিশের আইডি কার্ড এবং একটি বাটন মোবাইল ফোনসহ ৯ টি প্রতারনা মামলার আসামী ভূয়া ডিবিকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৪ঠা আগষ্ট পাবনা ডিবি পুলিশ এবং সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরের লালপুর থানাধীন ধুপইল গ্রামের মো. এরশাদ আলী মন্ডলের ছেলে মোঃ আফজাল মিনহাজ সংগ্রাম (৫২)কে চন্ডীপুর,বড়াইগ্রাম, নাটোর থেকে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানাযায়, গত ৩১/০৭/২২ তারিখে পাবনা সুজানগর থানাধীন চরসুজানগর এলাকার বাসিন্দা কসাই মোঃ বিল্লাল(৪২), পিতা-মৃত মজিবর প্রামাণিকের নিকট হইতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ডিবির ইউনিফর্ম, হ্যান্ডকাফ এবং পুলিশের আইডি কার্ডসহ আরটিআর মোটরসাইকেল নিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাংস দেওয়ার কথা বলে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উক্ত মোটরসাইকেলে কসাইয়ের সহকারী জলিলকে নিয়ে পাবনা শহরে অনন্ত মোড়ে এসে পথিমধ্যে জলিলকে নামিয়ে দিয়ে টাকা না দিয়েই কৌশলে মাংস নিয়ে পালিয়ে যায় ।
বাদী মোঃ বিল্লাল কসাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুজানগর থানায় একটি প্রতারণার মামলা রুজু হয় । আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ মাসুদ আলম এবং অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) জনাব জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পাবনা ডিবি পুলিশ এবং সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোর জেলার লালপুর থানাধীন ধুপইল গ্রাম থেকে আসামী মোঃ আফজাল মিনহাজ সংগ্রাম (৫২) পিতা- মোঃ এরশাদ আলী মন্ডল, সাং-চন্ডীপুর, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর কে গ্রেফতার করে।
উক্ত গ্রেফতাকৃত আসামী পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় এরকম বহু প্রতারনার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় পুলিশ,ডিবি, র্যাব পরিচয়ে প্র্তারনার ০৮ টি মামলা সহ মোট ০৯ মামলা রুজু আছে। আসামী একজন কুখ্যাত প্রতারক ও ঠকবাজ। অনেকেই তার প্রতারণার শিকার হয়ে সর্বসান্ত হয়েছেন।
ছিলনা গেইটম্যান : ঢুকল ট্রেন! ভেড়ামারা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন জ্বালানির মূল্যবৃদ্ধি ও লোড শেডিংয়ের প্রতিবাদে পাবনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মুত্যু চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের নতুন ঘর প্রদান কাঁচা মরিচ পচনরোধের উপায় পোশাক রপ্তানির নতুন পথ খুলে দিলো মোংলা বন্দর কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা সাঁথিয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মানববন্ধন পাবনার চাটমোহরে ৭তম জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন চাটমোহরের সোয়াদ