পাবনার ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন
- প্রকাশিত সময় ০৯:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- / 81
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭ পূর্বাহ্ন, ৫ আগষ্ট ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পন ,উপজেলা সম্মেলন কক্ষে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীরমুক্তি যোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী অনাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রতাপ কুমার মন্ড,সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক, উপজেলা প্রকৌশলী আফরোজা পারভীন, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ গিয়াস উদ্দীনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধেয় শহীদ শেখ কামালের জন্মদিন পালন
সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন ভ্যান চালক যুবকের লাশ উদ্ধার
ভেড়ামারা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন জ্বালানির মূল্যবৃদ্ধি ও লোড শেডিংয়ের প্রতিবাদে পাবনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মুত্যু চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের নতুন ঘর প্রদান কাঁচা মরিচ পচনরোধের উপায় পোশাক রপ্তানির নতুন পথ খুলে দিলো মোংলা বন্দর কুমারখালীতে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা সাঁথিয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মানববন্ধন