বর্তমান প্রেক্ষাপটে নির্লোভ রাজনীতিবিদ ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার মত মানুষের বড়ই প্রয়োজন : স্মরণ সভায় বক্তারা
- প্রকাশিত সময় ০১:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / 92
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পূর্বাহ্ন, ৬ আগষ্ট ২০২২
একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, গণতন্ত্রী পার্টির প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ন্যাপ নেতা আমিনুল ইসলাম বাদশার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্লোভ রাজনীতিবিদ ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার মত মানুষের বড়ই প্রয়োজন। বর্তমানে লোভ লালসা ও দুনীর্তির কারণে রাজনীতিবিদদের বদনাম হচ্ছে।
আমিনুল ইসলাম বাদশা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আমিনুল ইসলাম বাদশার ২৪তম স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন।
‘আমিনুল ইসলাম বাদশা ফাউন্ডেশন‘-এর সভাপতি মরহুমের ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, আমিনুল ইসলাম বাদশার পুত্র অতিরিক্ত সচিব রংপুর বিভাগীয় কামিশনার সাবিরুল ইসলাম বিপ্লব, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার (সদ্য পদন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা গণতন্ত্রী পার্টি পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুলতান আহমেদ বুড়ো, ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন, ন্যাপ পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল করিম মণি, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় বুরো প্রধান উৎপল মির্জা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আমিনুল ইসলাম বাদশার পরিবারের স্বজন পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান।
পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রোখসানা খানম ডেইজি, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমী, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সহ সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, কল্যাণ সম্পাদক সারোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালিকদার, নির্বাহী সদস্য ইয়াসিন আলী মৃধা রতন, আব্দুর রশিদ, পাবনা রির্পোটাস ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাব সদস্য রফিকুল ইসলাম সুইট, এসএম মাহবুব আলম, রিজভী রাইসুল ইসলাম জয়, ফাহিমুল কবির খান শান্ত, মোস্তাফিজুর রহমান রাসেল, ইমরোজ খন্দকার বাপ্পী, মীর্জা পার্থ হাসান, মনিরুজ্জামান শিপন, মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আমিনুর ইসলাম বাদশা রাজশাাহী জেলখানার খাপড়া ওয়ার্ড আন্দোলনের নেতা ছিলেন। ছিলেন একজন অনুকরণীয় আদর্শ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। – পিপ নিউজ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জ্বালানি তেলের দাম বাড়লো শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে উপজেলার দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত বড়াইগ্রামে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার সাঁথিয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী পালিত ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন ঈশ্বরদী রেলওয়ের টিটিই হাসিবুর রহমানকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে ঋণের চাপে বড়াইগ্রামে নিজের গলায় বটি চালিয়ে আত্মহত্যা করলেন মোবাইল ব্যবসায়ী সোহেল টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাত ও দল বেঁধে ধর্ষণ ঘটনার মূল হোতা গ্রেফতার বাঘায় জাল দলিল তৈরির অভিযোগে দলিল লেখকসহ পাঁচজনের জামিন না মঞ্জুর