সাঁথিয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী পালিত
- প্রকাশিত সময় ০৫:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- / 67
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৮ অপরাহ্ন, ৫ আগষ্ট ২০২২
সাঁথিয়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল পুষ্পমল্যি অপর্ণ, বৃক্ষ রোপন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি সৌধে শেখ কামালারে প্রতিকৃতিতে পূষ্পমাল্য করেন উপজেলা প্রশাসন, পৌর সভা,স্কুল-কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুষ্পমাল্য অপর্ণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।
বাদ জুম্মা বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মাহাতাব হোসেন।
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু শেখ কামালের জন্মবার্ষিকীতে জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বর্তমান প্রেক্ষাপটে নির্লোভ রাজনীতিবিদ ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার মত মানুষের বড়ই প্রয়োজন : স্মরণ সভায় বক্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জ্বালানি তেলের দাম বাড়লো শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে উপজেলার দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত বড়াইগ্রামে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার সাঁথিয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী পালিত ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন নাটোরের বড়াইগ্রামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন