ট্রাকচাপায় প্রাণ গেল বঙ্গবন্ধু রেলসেতুর সাইট ইন্জিনিয়ারের
- প্রকাশিত সময় ০৫:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / 87
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৯ অপরাহ্ন, ৬ আগষ্ট ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল বঙ্গবন্ধু রেলসেতুর সাইট ইন্জিনিয়ার শাহ আব্দুল মঈন। তিনি নরসিংদীর পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার শাহ মোমেনের ছেলে।
শনিবার (০৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অপর একটি ট্রাকের ধাক্কায় নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুর রহমান বলেন, ওই প্রকৌশলী মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বঙ্গবন্ধু রেলসেতুর সাইট সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি আরও বলেন, তার মরদেহ থানায় রাখা হয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু শেখ কামালের জন্মবার্ষিকীতে জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বর্তমান প্রেক্ষাপটে নির্লোভ রাজনীতিবিদ ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার মত মানুষের বড়ই প্রয়োজন : স্মরণ সভায় বক্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জ্বালানি তেলের দাম বাড়লো শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে উপজেলার দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত বড়াইগ্রামে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার সাঁথিয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী পালিত ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন নাটোরের বড়াইগ্রামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন