পাবনায় বে-সরকারি শিক্ষক/কর্মচারীদের প্রতীকী অনশন
- প্রকাশিত সময় ০৬:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
- / 100
পাবনায় বে-সরকারি শিক্ষক/কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস আদায় এবং ১০% কল্যাণ ট্রাস্ট চাঁদা কর্তন বন্ধের দাবিতে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনার আয়োজনে শহরের প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনার সভাপতি নওশের আলী মন্টু’র সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন’র পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারন সম্পাদক তাপস চন্দ্র।
জেলার সহ সভাপতি তোফাজ্জল হোসেন, ঈশ্বরদী উপজেলা শাখার সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি,সুজানগর উপজেলা শাখার সভাপতি ও জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।
সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি, আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন,অবিলম্বে তাদের দাবি-দাওয়া না মেনে নেওয়া হলে কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ি আরো কঠোর আন্দোলনের প্রদক্ষেপ গ্রহণ করা হবে।