ইন্দো-বাংলাদেশ ব্লাক বেল্ট এন্ড গ্রেডিং টেষ্টে সিহান শেখ সিন্টুর সপ্তম ড্যান লাভ
- প্রকাশিত সময় ১১:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / 112
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ন, ৬ আগষ্ট ২০২২
ইন্দো-বাংলাদেশ জমাসার ব্লাক বেল্ট এন্ড গ্রেডিং টেষ্টে ঈশ্বরদীর সিহান শেখ সিন্টু ব্লাক বেল্ট সপ্তম ড্যান লাভ করেছে।
গত ১,২ আগষ্ট ভারতের পশ্চিম বঙ্গের আলিপুর দোয়ার জেলার হাসিমাতে ওয়ার্ল্ড জমাসার ফেডারেশনের ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ জমাসার ব্লাক বেল্ট এন্ড ড্যান গ্রেডিং টেষ্ট অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ জমাসার মার্শাল আর্টের চীপ কোচ, চীপ রেফারী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের জাতীয় প্রশিক্ষক ও রেফারী, আন্তর্জাতিক রেফারি সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু গ্রেডিং টেষ্টে অংশ নিয়ে সফলতার সাথে ৭ ড্যান(সপ্তম ড্যান) লাভ করেছে।
জমাসার ওয়ার্ল্ড ফেডারেশনের গ্র্যান্ড মাস্টার অর্পণ সিং গ্রেডিং টেষ্ট নিয়ে সিহান শেখ সিন্টুকে ৭ ড্যানের জন্য নির্বাচিত করেন। ৭ম ড্যান উপাধির অর্থ হলো তিনি এমন একজন বিশেষজ্ঞ কারাতে অনুশীলনকারী যিনি শিল্পের গভীর অর্থ জানেন এবং বুঝেন।
এই গ্রেডিং টেষ্ট অনুষ্ঠিত হয়েছে ভারতের হেমিল্টনগন্জ লিটল এন্জেল্স স্কুলের ডোজোতে।
ওয়ার্ল্ড জমাসার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরতি লামা ও গ্র্যান্ড মাস্টার অর্পণ সিং আনুষ্ঠানিক ভাবে সিহান শেখ সিন্টুকে সপ্তম ড্যান সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। উলেখ্য সিহান শেখ সিন্টু দীর্ঘ ৪১ বছর মার্শাল আর্টের জাতীয় দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ,রেফারী,কর্মকর্তা হিসেবে দেশের জন্য দায়িত্ব পালন করছে।
সাউথ আফ্রিকা,রাশিয়া, কিরঘিজস্তান, মালোয়সিয়ায় অনুষ্ঠিত ৪টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এবং বিভিন্ন দেশে ৩৫টি আন্তর্জাতিক ও বহুবার জাতীয় প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করে বিভিন্ন আ্যওয়া্র্ডে ভুষিত হয়েছেন শেখ সিন্টু।
শাহজাদপুরের নুরজাহান হাসপাতালে ১৯ লাখ টাকা চুরি হটাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় ফেনীতে পেট্রোল পাম্পে বিক্ষোভ ভরা বর্ষাতেও পানিশূন্য চলনবিল ঈশ্বরদী সুগারক্রপ ইনস্টিটিউটে গবেষণা সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত শাহজাদপুরে সাবেক আইন সচিব জহুরুল হক দুলালের ২য় মৃত্যু বার্ষিকী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরের সিনিয়র ও জুনিয়র ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত রাজশাহীর বাঘা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ! ট্রাকচাপায় প্রাণ গেল বঙ্গবন্ধু রেলসেতুর সাইট ইন্জিনিয়ারের ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু শেখ কামালের জন্মবার্ষিকীতে জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত