রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস পালিত
- প্রকাশিত সময় ০৬:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / 140
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৩ অপরাহ্ন, ৬ আগষ্ট ২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ৮১তম মহাপ্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
গতকাল ২২ শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়ান দিবস। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এর লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। বাঙালি সংস্কৃতি বিনির্মাণে রয়েছে তাঁর অনবদ্য অবদান। মুক্তিযুদ্ধের সময় কবির গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছে। এই মহান কবির স্মৃতিকে অ¤øান করে রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কবির রচনা পাঠ ও তাঁর দর্শন চর্চার মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে রবীন্দ্র ভাবধারায় আলোকিত করতে আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। কবির প্রয়াণ দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই শোকাবহ আগস্টেই আমরা হারিয়েছি বাঙালি জাতিসত্তার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগস্টে নিহত সকলের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ইন্দো-বাংলাদেশ ব্লাক বেল্ট এন্ড গ্রেডিং টেষ্টে সিহান শেখ সিন্টুর সপ্তম ড্যান লাভ শাহজাদপুরের নুরজাহান হাসপাতালে ১৯ লাখ টাকা চুরি হটাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় ফেনীতে পেট্রোল পাম্পে বিক্ষোভ ভরা বর্ষাতেও পানিশূন্য চলনবিল ঈশ্বরদী সুগারক্রপ ইনস্টিটিউটে গবেষণা সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত ফেনীতে ১৫০০ লিটার চোরাই ডিজেল সহ ৩ তেলচোর আটক পাবনায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাণীনগরের পারইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ট্রাকচাপায় প্রাণ গেল বঙ্গবন্ধু রেলসেতুর সাইট ইন্জিনিয়ারের আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে – এমপি প্রিন্স