পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার
- প্রকাশিত সময় ১২:০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / 89
স্বতঃকণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ন, ৮ আগষ্ট ২০২২
র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র একটি বিশেষ আভিযানিক দল ৬ আগস্ট তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার চাটমোহর থানাধীন মাসুদ টেলিকমের পাশের পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোঃ সোহেল রানা (৩৬) নামে একজন প্রতারককে গ্রেফতার করেছে। তার পিতার নাম মোঃ আব্দুর রাজ্জাক, সাং-কুঠিপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।
গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে প্রতারনার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল, ১০টি সিমকার্ড ও নগদ ১৩০০/-টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী জানায় যে, সে তার ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন এবং একাধিক সিম কার্ডে পুলিশ ও র্যাবের ডিআইজি/এসপি’র নাম ও ছবি গুগল এ্যাকাউন্টে সেট করিয়া আইকোন এ্যাপসের মাধ্যমে পুলিশ অফিসার পরিচয় দিয়ে পুলিশ এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করিয়া আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার চাটমোহর থানায় প্রতারণা মামলায় এজাহার দায়ের করা হয়েছে।
স্মার্টফোন না পাওয়ার স্কুলছাত্রের আত্মহত্যা পাবনার আটঘরিয়াতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র গুরুতর আহত চাটমোহরে ট্রেনের ধাক্কায় গৃহবধুর মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ইন্দো-বাংলাদেশ ব্লাক বেল্ট এন্ড গ্রেডিং টেষ্টে সিহান শেখ সিন্টুর সপ্তম ড্যান লাভ শাহজাদপুরের নুরজাহান হাসপাতালে ১৯ লাখ টাকা চুরি হটাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় ফেনীতে পেট্রোল পাম্পে বিক্ষোভ ভরা বর্ষাতেও পানিশূন্য চলনবিল আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে – এমপি প্রিন্স রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস পালিত