পাবনার সেই আলোচিত শিক্ষক এবার স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় কারাগারে
- প্রকাশিত সময় ০৩:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / 89
পাবনা জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৫ পূর্বাহ্ন, ৮ আগষ্ট ২০২২
একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ও বরখাস্তকৃত পাবনার সুজানগরের খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) এবার স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারা পাঠানো হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারা পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পাবনার সুজানগর উপজেলার রায়পুর ইউনিয়নের চর মানিকহাট গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং খলিলপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নারীর কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয় থেকে সাময়িক বহিস্কৃত।
মামলার এজহার থেকে জানা যায়, পরস্পর ভালোবাসার সুবাদে ২০১১ সালে তাদের বিয়ে হয়। প্রথমে বিয়ের কাবিননামায় ৬ লাখ টাকা দেনমোহর ধার্য করা হলেও পরবর্তীতে ইমরান হোসেনের যোগসাজস ও প্রতারণা করে তিন দফায় তা কমানো হয়। এরপর তাদের সংসার জীবনে দুইটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই ইমরান বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। এসবের প্রতিবাদ করলেও স্ত্রী খালেদা আক্তারকে মাঝেমধ্যেই মারধর করা হয়। তাদের সংসারের সুখের কথা বিবেচনা করে খালেদার পরিবার থেকে একাধিকবার প্রায় ৫ লাখ টাকার উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপরও সংসারে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইমরান।
একপর্যায়ে ৬ লাখ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করলে চলতি বছরের ১০ জানুয়ারি স্ত্রী খালেদাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চলতি বছরের ২৯ মার্চ আবারও যৌতুকের দাবিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এদিনও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এবিষয়ে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী খালেদা আক্তার।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে স্কুলশিক্ষিকার সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় শিক্ষক ইমরান হোসেনের বিপক্ষে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। তার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ, মাববন্ধনসহ আন্দোলনে নামেন। এরপর উপজেলা শিক্ষা কমিটির এক সভায় তাকে বদলির সুপারিশ করা হয়। এরপর খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি হলেও নারী কেলেঙ্কারি অব্যাহত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
উত্তরণ পাবনা সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড় দিকশাইলে বাড়িঘর ভাংচুর, গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার করেছে পাবনা র্যাব ১২ আটঘরিয়ায় দূর্বৃত্তের অস্ত্রাঘাতে চেইন মাষ্টারসহ দুইজন গুরুতর আহত চাটখিলে ফেসবুক-স্টোরিতে পিস্তলের ছবি আপলোড করায় যুবক আটক স্মার্টফোন না পাওয়ার স্কুলছাত্রের আত্মহত্যা পাবনার আটঘরিয়াতে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র গুরুতর আহত ইন্দো-বাংলাদেশ ব্লাক বেল্ট এন্ড গ্রেডিং টেষ্টে সিহান শেখ সিন্টুর সপ্তম ড্যান লাভ টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড চাটমোহরে ট্রেনের ধাক্কায় গৃহবধুর মৃত্যু