দিনভর নানা কর্মসূচীর মধ্যদিয়ে পাবনায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন করেছে জেলা যুবলীগ
- প্রকাশিত সময় ১০:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / 75
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ন, ৮ আগষ্ট ২০২২
দিনভর নানা কর্মসূচীর মধ্যদিয়ে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী যুবলীগ। কর্মসূচীর মধ্যে ছিলো কোরআন খতম,মিলাদ,তবারক বিতরণ,বৃক্ষের চারা বিতরণ ও চারা রোপণ কর্মসূচী।
সোমবার সকাল থেকে পাবনা আবাসিক কোরআনিয়া মাদ্রাসায় কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে এগারোটায় পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি’র সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান,জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবু,শাহীনুর রহমান পলাশ,ওসমান গনি,নাসির উদ্দিন শুভ,সোহার্দ্য বসাক সুমন,আসিফ ইকবাল জনি,সোহানুর রহমান সোহান,একরাম হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন,রবিউল ইসলাম শিশির, যুবলীগ নেতা আনিস শেখ,আব্দুর সবুর তপন, সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়া আসর চাপা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ছিব্বাতুল্লাহ। পরে ১ হাজার ২শত মানুষের মাঝে তবারক বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
রাণীনগরে মেহেদীর রং না শুকাতেই গৃহবধুর মৃত্যু ঈশ্বরদীতে জুয়েলারী দোকানে আগুন, গুরুতর আহত ১ শতবর্ষ উদযাপন ফেনী সরকারি কলেজের রক্সি পেইন্ট-এর এরিয়া ম্যানেজার লোকমান হোসেন হত্যায় জড়িত দুই আসামী গ্রেফতার, লোমহর্ষক বর্ণনা পাবনায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শ্রদ্ধাঞ্জলি ঢাকা ‘ভোরের আলো সংঘে’র প্রিমিয়ার লীগ-২০২২ এর ট্রফি উন্মোচন ও ৬টি দল ঘোষণা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এশিয়া একসাথে কাজ করতে পারে : প্রধানমন্ত্রী ভেড়ামারায় মাধ্যমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা প্রদান বঙ্গবন্ধুর সমাধিতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন পাবনার সেই আলোচিত শিক্ষক এবার স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় কারাগারে