পাবনার চাটমোহরে নবাগত ইউএনও মমতাজ মহল
- প্রকাশিত সময় ০৯:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / 108
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত:০৯:১০ পূর্বাহ্ন, ৯ আগষ্ট ২০২২
পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে ।
সোমবার (৮ আগষ্ট’২২) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক পত্রে তাঁকে পদন্নোতি দিয়ে যোগদান করতে আদেশ দেয়া হয়।
মোছা. মমতাজ পাবনার পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মেয়ে। মহল ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তিনি ২০১৮ সালের ২০ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। সেখানে এসিল্যান্ড হিসেবে কর্মকালীন অবস্থায় তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।
এদিকে বিদায়ী চাটমোহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামকে রাজশাহী ওয়াসা’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে। তিনি ২০২০ সালের ১০ সেপ্টেম্বর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। মোছা. মমতাজ মহল বিদায়ী ইউএনও মো. সৈকত ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
গাজীপুরে স্কুলছাত্রের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড রাজশাহীর দূর্গাপুরে ইউপি চেয়ারম্যানের জমি দখল, ভুক্তভোগীদের মানববন্ধন পাবনার সাঁথিয়ায় নকল প্রসাধনী কাখানার সন্ধান ১ জনকে ৬ মাসের কারাদন্ড ৪০ হাজার টাকা জরিমানা নোয়াখালীর সোনাইমুড়ীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ২
নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধবার মৃত্যু পাবনার প্রসেসিং কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল, হুমকির মুখে জনস্বাস্থ্য রাণীনগরে মেহেদীর রং না শুকাতেই গৃহবধুর মৃত্যু শতবর্ষ উদযাপন ফেনী সরকারি কলেজের রক্সি পেইন্ট-এর এরিয়া ম্যানেজার লোকমান হোসেন হত্যায় জড়িত দুই আসামী গ্রেফতার, লোমহর্ষক বর্ণনা