পাবনার ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- প্রকাশিত সময় ১০:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / 196
স্টাফ রিপোর্টার
প্রকাশিত:১০:১৩ পূর্বাহ্ন, ১০ আগষ্ট ২০২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত খানমরিচ ইউনিয়নে ৪৯নং মিথমৈথুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলীর বিরুদ্ধে অর্থআত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং দূর্নীতির অভিযোগ এনে তার শাস্তি ও অপসারণের দাবি করেছেন,শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য সহ প্রায় অর্ধশতাধিক এলাকাবাসী স্বাক্ষার করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে খোঁজ-খবর নিয়ে জানা গেছে,৪৯নং মিছমেথুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইয়াছিন আলী ২০০৯ সালে দায়িত্ব গ্রহণ করেন। কিছু দিন পর থেকে তিনি নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দূর্নীতিতে জড়িয়ে পড়েন।
অভিযোগ সূত্রে প্রকাশ, সরকারি অর্থে ক্রয়কৃত ল্যাপটপ, প্রজেক্টর, ডিজিটাল হাজিরা মেশিন, অগ্নিনির্বাপক স্পে মেশিন, জ্বর মাপার থার্মোমিটার এবং ওজন মেশিন সহ স্কুলের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,এ সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, তাই আমার বাড়িতে রেখেছি।
স্কুলে হাজিরা রেজিস্টারে তার নিয়মিত উপস্থিতি থাকলেও প্রধান শিক্ষক বেশির ভাগ দিনই স্কুলে অনউপস্থিতি থেকে সপ্তাহে একদিন বিদ্যালয়ে এসে পুরো সপ্তাহ স্বাক্ষর করে যান।এই সুযোগে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক গণ পাঠদান এবং স্কুলে আগমন- প্রস্থান করছেন খেলায় খুশিমতো।
এ কারণে বিদ্যালয়টিতে ধীরে ধীরে শিক্ষার্থীর উপস্থিতি শূন্যের দিকে ধাবিত যাচ্ছে।বিদ্যালয়ের পার্শ্বের অধিবাসী ও দাসবেলাই গ্রামের তফিজ উদ্দিন মন্ডলের পুত্র মহির উদ্দিন জানান, বর্তমান প্রধান শিক্ষক ইয়াছিন আলী যোগদানের পর থেকে স্কুলে পড়াশুনা ঠিক মতো হচ্ছে না। তাই দিন দিন ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে,তৃতীয় শ্রেণির মোট ২৮জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২জন উপস্থিতি।এ সময় পাঠদান করছিলেন সহকারি শিক্ষিক শিল্পী খাতুন,৪র্থ শ্রেণির মোট ১৯জন ছাত্র- ছাত্রীর মধ্যে ৩জন উপস্থিতি।এ সময় পাঠদান করছিলেন সহকারি শিক্ষিক কবিতা সরকার।
৫ম শ্রেণির মোট ছাত্র-ছাত্রী ২৬জনের মধ্যে ৫জন উপস্থিতি।এ সময় পাঠদান করছিলেন, সহকারি শিক্ষক সুমন সরকার। তারা তিন জনই জানান, দিন দিন স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে যাচ্ছে।
গোষ্ঠির ছত্রছায়ায় ম্যানেজিং কমিটি গঠনে বিধি অনুসরণ করছেন না। সূত্রে জানা গেছে, দাসবেলাই গ্রামের মোঃ আলা উদ্দিন এর ছেলে মোঃ ফারুক হোসেন সিরাজগঞ্জ সদরের শহীদ গঞ্জ তালীমুদ্দীন হাজিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং (অনাবাসিক)এর নুরানী শ্রেণিতে অধ্যয়ন
করছে,যাহার রোল নং(১৪)।
প্রধান শিক্ষক,ফারুক হোসেন কে মিছমেথুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ভূয়া ছাত্র দেখিয়ে তার পিতা আলা উদ্দিনকে ৩১সেপ্টম্বর -২০২২ ইং তারিখে গঠিত ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্য (ক্রমিক নং-০৩) অন্তর্ভূক্ত করেছেন।
একই ভাবে কতিপয় পছন্দের লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে পকেট কমিটি গঠন করে আসছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক গণ প্রধান শিক্ষকের মনগড়া পকেট কমিটি বাতিল করে বিধি অনুসরণ করে স্বচ্ছ ও পরিচ্ছন্ন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
পাবনার ভাঙ্গুড়ায় গাছের সাথে এ কেমন শক্রতা! তিনি বলেন, তিনি নিজেই টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে থাকেন ঈশ্বরদীতে দেড় কোটি টাকার মাদক ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করল প্রশাসন ঈশ্বরদীতে জুয়েলারী দোকানে আগুন, গুরুতর আহত ১ আটঘরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধবার মৃত্যু পাবনার প্রসেসিং কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল, হুমকির মুখে জনস্বাস্থ্য রাণীনগরে মেহেদীর রং না শুকাতেই গৃহবধুর মৃত্যু শতবর্ষ উদযাপন ফেনী সরকারি কলেজের রক্সি পেইন্ট-এর এরিয়া ম্যানেজার লোকমান হোসেন হত্যায় জড়িত দুই আসামী গ্রেফতার, লোমহর্ষক বর্ণনা