সুজানগর পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নদীপাড়ে মানববন্ধন
- প্রকাশিত সময় ০৪:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / 94
সুজানগর সংবাদদাতা
প্রকাশিত:০৪:০৫ পূর্বাহ্ন, ১২ আগষ্ট ২০২২
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নদীপাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে কয়েক এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবারের ব্যানারে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বড়খাঁপুর পদ্মা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন- পাবনার সাবেক পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলামের আমলে রাজবাড়ী জেলার দিপক কুণ্ডু নাজিরগঞ্জের দপেরবাড়ি ও সাগরকান্দির খলিলপুরের পদ্মা নদীর পয়েন্ট মোটা বালুর অবৈধ উত্তোলন শুরু করেন। যা এখনও অব্যাহত আছে।
তারা আরও অভিযোগ করেন, দীপক কুণ্ডু সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ছত্রছায়ায় অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। যার ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি ও বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ঈশ্বরদীতে প্রশাসনের হাতকড়া পরিয়ে ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী অফিসে বাকবিতন্ডা, যেকোন মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা ২৫০ নারী উদ্যোক্তা পেল ১ কোটি ২৫ লাখ টাকার অনুদান – বঙ্গমাতা এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন ও নারী উদ্যোক্তাদের অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন তিনি বলেন, তিনি নিজেই টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে থাকেন ঈশ্বরদীতে দেড় কোটি টাকার মাদক ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করল প্রশাসন ঈশ্বরদীতে জুয়েলারী দোকানে আগুন, গুরুতর আহত ১ আটঘরিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধবার মৃত্যু পাবনার প্রসেসিং কারখানার বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে ফসল, হুমকির মুখে জনস্বাস্থ্য রাণীনগরে মেহেদীর রং না শুকাতেই গৃহবধুর মৃত্যু