পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
- প্রকাশিত সময় ১১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / 106
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ন, আগষ্ট ১৫, ২০২২
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চলনায় এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
অনুষ্ঠানে মুল বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান শহীদ, প্রেসক্লাব সদস্য ও দি ডেইলি অবজারভার সংবাদদাতা সমিতির সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু।
পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক তপু আহমেদ, দি ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি আবুল এহসান এলিচ, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, প্রেসক্লাব নির্বাহী সদস্য আব্দুর রশিদ, প্রেসক্লাব সদস্য কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ফাহিমুল কবীর খান শান্ত, রিজভী জয়, মিজান তানজিল, মনিরুজ্জামান শিপনসহ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে ১৫ আগষ্ট শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ তরিকুল ইসলাম।
পাবনা চেম্বারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
নানা আয়োজনে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে গতকাল সোমবার জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে এক শোক র্যালী বের করা হয়। পরে পাবনার স্বাধীনতা চত্ত্বরে জাতীর জনকের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চেম্বার নেতৃবন্দ। পরে পাবনা চেম্বার মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি ও পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের পরিচালক উত্তম কুমার কুন্ডু, চেম্বারের পরিচালক জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আলী, আবুল হোসাইন খান রিপন, পাবনা জেলা হোসিয়ারি মালিক গ্রুপ সভাপতি মনির হোসেন পপি, পুরাতন লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম হোসেন, সেভেন স্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, খান বাহাদুর শপিং মল এবং আলহাজ সাপার মার্কে ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল প্রমুখ। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সভা শুরুর আগে ১৫ আগষ্ট শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু জাতীয় সম্পদ, তাকে ভাগ করে নেয়া যায় না’
– সুজানগরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা
‘বঙ্গবন্ধু আমাদের জাতীয় সম্পদ। তাকে ভাগ করে নেয়া যায় না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানে বাঙালী। তিনি মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশকে আজ বিশ্বের মধ্যে শীর্ষ উন্নয়নশীল দেশে পরিণত করতেন।’ সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকেই হত্যা করেছিল। সেই দেশকে আজ বিশ্বে রোল মডেল হিসেবে তৈরী দাঁড় করিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। দেশী ও বিদেশী আবারও নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশকে তারা পাকিস্তানি তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে রুপান্তর করে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবর রহমান।
দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, কেন্দ্র্রীয় আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক এজাজ আহমেদ সোহাগ প্রমুখ। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। – বার্তা সংস্থা পিপ
জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে নতুন প্রজন্মের বঙ্গবন্ধু ভাবনা আজ জাতীয় শোক দিবস : পাবনায় নানা কর্মসুচী পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিনের পরিবারকে কল্যাণ তহবিলের এক লাখ টাকার চেক প্রদান চাটমোহরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড ঈশ্বরদী রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার কুষ্টিয়ার কুমারখালীতে সংঘাত বন্ধে শান্তি সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চিরতরে’ সম্পর্ক ছেদের হুমকি রাশিয়ার