টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ি আগুনে পুড়ে ছাই হলেও অক্ষত আছে কোরআন শরীফ
- প্রকাশিত সময় ১০:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / 132
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত:১০:০০ অপরাহ্ন, আগষ্ট ১৬, ২০২২
টাঙ্গাইলের ভূঞাপুরে শরিফুল ইসলাম এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ।
সোমবার (১৫) আগষ্ট উপজেলার চর ভরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যূতের সট সার্কেট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে সব পুড়ে গেলেও পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যান্য জিনিসপত্র কয়লা হয়ে গেলেও আগুনের লেলিহান শিখা কোরআন শরীফের একটি অক্ষরও স্পর্শ করেনি।আগুনে কোরআন শরীফের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। অক্ষত পাওয়া পবিত্র কোরআন শরীফটি দেখতে উৎসক জনতা ভিড় জমায়।
স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার পবিত্র গ্রন্থ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনাই তার উজ্জল দৃষ্টান্ত। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানান এই শিক্ষার্থী।
স্হানীয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বলেন, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার রক্ষাকারী। মানুষের ঈমান আমল নষ্ট হতে চলেছে। এখনই আল্লাহর দেয়া বিধান মেনে চলে ঈমান আমলকে মজবুত করা প্রয়োজন।
ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম বলেন, রান্না ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা ৫ মণ পাট, ১০ মণ ধান ও নগদ টাকাসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ভূঞাপুর থানার এস আই ফাহিম ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হলেও অক্ষত থাকে পবিত্র কোরআন শরীফ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘর থেকে কোরআন শরীফটি বের করে আনেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। রান্না ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে নতুন প্রজন্মের বঙ্গবন্ধু ভাবনা আজ জাতীয় শোক দিবস : পাবনায় নানা কর্মসুচী পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিনের পরিবারকে কল্যাণ তহবিলের এক লাখ টাকার চেক প্রদান