ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

দ্বীপচর বলরামপুরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় দুই যুবক আহত

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • / 92

দ্বীপচর বলরামপুরে গত ২৪ জুলাই বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ টার দিকে বাড়ি ফেরার সময় আশরাফ(৩০) ও মুতাব নামে দুই যুবককে আগে থেকে ওত পেতে থাকা উজ্জল ওরফে ব্রেড উজ্জল এক দল সন্ত্রাসী সহ হামলা করে।

হামলায় উজ্জলসহ সন্ত্রাসী বাহীনি আশরাফ ও মুতাব কে মারাত্মক ভাবে আহত করে। এতে আশরাফের ডান চোখ নষ্ট হয়ে যায।

এই ঘটনায় আশরাফের বড় ভাই মোঃ শুকরু আলী মোঃ উজ্জল ওরফে ব্রেড উজ্জবল(২৮)পিতা মৃত হাসেম খাঁ, আশরাফ (৩২)পিতা- মৃত গণি খাঁ, কানন(২৬), কাওছার(২৮)উভয় পিতাÑআলতাফ খাঁ, লাল চাঁদ(৩০) পিতা- আলাই খাঁ।

রউজ(৩২) পিতা তুজাই খাঁ, রতন(৪৫) পিতা-মৃত নফসার, আলাই(৪৫) পিতা-ফন্দ খাঁ, মোঃ নাসিম(৩৮) পিতা-আমের আলী, রফিক(২৬)সহ অজ্ঞাত আর ৫-৬ জনের নামে একটি পাবনা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

হামলার দিন আশরাফ ও মুতাবের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সন্ত্রাসীরা সবার উদ্দ্যেশ্যে বলে যদি কেও এই ঘটনার কথা কে জানতে পারলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব।

পরে আহত আশরাফ ও মুতাবকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা পাবনা সদর হাসপাালে সার্জ্যািল ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

দ্বীপচর বলরামপুরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় দুই যুবক আহত

প্রকাশিত সময় ০৩:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯

দ্বীপচর বলরামপুরে গত ২৪ জুলাই বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ টার দিকে বাড়ি ফেরার সময় আশরাফ(৩০) ও মুতাব নামে দুই যুবককে আগে থেকে ওত পেতে থাকা উজ্জল ওরফে ব্রেড উজ্জল এক দল সন্ত্রাসী সহ হামলা করে।

হামলায় উজ্জলসহ সন্ত্রাসী বাহীনি আশরাফ ও মুতাব কে মারাত্মক ভাবে আহত করে। এতে আশরাফের ডান চোখ নষ্ট হয়ে যায।

এই ঘটনায় আশরাফের বড় ভাই মোঃ শুকরু আলী মোঃ উজ্জল ওরফে ব্রেড উজ্জবল(২৮)পিতা মৃত হাসেম খাঁ, আশরাফ (৩২)পিতা- মৃত গণি খাঁ, কানন(২৬), কাওছার(২৮)উভয় পিতাÑআলতাফ খাঁ, লাল চাঁদ(৩০) পিতা- আলাই খাঁ।

রউজ(৩২) পিতা তুজাই খাঁ, রতন(৪৫) পিতা-মৃত নফসার, আলাই(৪৫) পিতা-ফন্দ খাঁ, মোঃ নাসিম(৩৮) পিতা-আমের আলী, রফিক(২৬)সহ অজ্ঞাত আর ৫-৬ জনের নামে একটি পাবনা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

হামলার দিন আশরাফ ও মুতাবের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সন্ত্রাসীরা সবার উদ্দ্যেশ্যে বলে যদি কেও এই ঘটনার কথা কে জানতে পারলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব।

পরে আহত আশরাফ ও মুতাবকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা পাবনা সদর হাসপাালে সার্জ্যািল ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।