শাহজাদপুর পাড়কোলা সড়কে শেখ কামালের ম্যুরাল উদ্ভোধন করলেন মেয়র তরু লোদী
- প্রকাশিত সময় ১১:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / 88
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত:১১:৫৭ অপরাহ্ন, আগষ্ট ১৬, ২০২২
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার পাড়কোলা নামক স্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের নামে স্থাপিত ‘শেখ কামাল ম্যুরাল’এর উদ্বোধন করা হয়। ১৫ আগষ্ট দুপুরে এ ম্যুরালে শুভ উদ্ভোধন করেন শাহজাদপুর পৌর সভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।
এ সময় মেয়র তরু লোদী বলেন, ঘাতকদের বুলেটের আঘাতে নিহত আমার রক্তের সম্পর্কীয় ভাই শেখ কামালের নামে একটি ম্যুরাল স্থাপন করতে পারলাম বলে নিজেকে ধন্য মনে করছি।
তিনি আরও বলেন, একদল বিপথগামী সেনা সদস্যরা ১৫ আগষ্ট নির্মম ভাবে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে । শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগষ্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন । ভাই বোনের তিনি দ্বিতীয় ছিলেন।
সঠিক ইতিহাসকে জানার জন্যই এ ম্যুরালের উদ্ভেধন করা হলো । পরবর্তীক্রমে আরও ম্যুরাল স্থাপন করা হবে । উদ্ভোধন কালে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ এ্যাডঃ নেতা আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহুু, আশিকুল হক দিনার প্রমুখ ।
এর আগে বঙ্গবন্ধুর আক্তার শান্তি কামনায় শত শত দুস্থ মানুষের মধ্যে উন্নত খাবার বিতরন করেন মেয়র মনির আক্তার খান তরু লোদী ।
নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনী নির্মিত আশ্রয়ণের ঘর হস্তান্তর পাবনার ভাঙ্গুড়াতে জাতীর জনকের অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে ১০ শিক্ষার্থী পুরষ্কার পেলেন টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ি আগুনে পুড়ে ছাই হলেও অক্ষত আছে কোরআন শরীফ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে