স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় সাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে
- প্রকাশিত সময় ০৩:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / 208
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (১৭ই আগষ্ট) সকাল সাড়ে ১০টার হাসপাতালে গিয়ে ডাক্তার শামীম এর চেম্বারে দেখা যায় অন্য একজন ডাক্তারকে। সেখানে ডাক্তার শামীমকে দেখানোর জন্য রোগী এসে ফিরে যাচ্ছে।
ডাক্তার শামীম হাসপাতালের আরএমও’র দায়িত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে ঈশ্বরদীতে নিজের বাড়ী হওয়ার সুবাদে এমন একটি বলয় তৈরি করেছেন যে তিনি হাসপাতালে এসে শুধু হাজিরা খাতায় সাক্ষর করে চলে গেলেও বলার কেউ নেই।
সংশ্লিষ্ট মহলের দাবি, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের এক থেকে দেড়শ গজের মধ্যে শামিম তৈরি করেছেন তার নিজস্ব ‘আলো জেনারেল হাসপাতাল’। তিনি সরকারী স্বাস্হ্য কমপ্লেক্সে যথাযথ ডিউটি পালন না করে চলে যান। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগিদের। যদিও ডাক্তার শামিম বিভিন্ন সময় বলেছেন আলো ডায়গনস্টিক হাসপাতালের মালিক আমার স্ত্রী।
তবে সম্প্রতি আলো জেনারেল হাসপাতালের কর্মরত একজন রিসিপশনিস্টের প্রশ্নবিদ্ধ আত্মহত্যাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থাতিতে শামিম নিজেকে আলো জেনারেল হাসপাতালের মালিক দাবি করে লিখিত বক্তব্য রেখেছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্হ্য কমপ্লেক্সের একজন দায়িত্বশীল কর্মচারী জানান, এই ডাক্তার প্রভাবশালী হওয়ায় কেউ কোনও কথা বলতে সাহস পায় না।
ডাক্তার শামীমের অনুপস্থিতি সম্পর্কে তার একজন সহকারী ডাক্তার বলেন, স্যার ওটিতে – না হলে ওয়ার্ডে রাউন্ডে রয়েছেন।পরে আমাদের প্রতিবেদক ওয়ার্ডে গিয়ে জিজ্ঞেস করলে ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্সরা বলেন, শামীম স্যার ওয়ার্ডে নেই।
এবিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খানের সাথে তার দপ্তরে গিয়ে কথা বললে তিনি জানান, সকালে এসে হাজিরা খাতায় সাক্ষর করেছেন। কিন্তু এখন কোথায় আছেন এটা আমি বলতে পারব না। ডাক্তার শামীম অপারেশন থিয়েটারে বা ওয়ার্ডে রাউন্ডে আছেন কিনা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অপারেশন থিয়েটারে আমাদের অজ্ঞানের ডাক্তার রয়েছেন। উনার ওখানে কোনও কাজ নেই। আর ওয়ার্ডের রাউন্ড সেটা তো সকাল নয়টার দিকেই শেষ হয়েছে।
এই বিষয়ে আমাদের প্রতিবেদক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সামনেই ডাক্তার শামীমের মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে ১ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার হাতে ছেলে খুন ভাঙ্গুড়াতে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে ১০ শিক্ষার্থী পুরষ্কার পেলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে