নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- প্রকাশিত সময় ০৭:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / 99
নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী একসঙ্গে সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, বনপাড়া পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, বনপাড়া পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার প্রানকেন্দ্র বনপাড়া পৌর শহরের পৌর গেটের সামনে থেকে নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস ও বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বনপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর গেটের সামনে এসে মিছিলটি শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ কে এম শাহজাহান কবীর, শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,
উপজেলা ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ ওয়াজেদ আলী সোনার, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল হোসেন সরদার ,
সাধারণ সম্পাদক মানিক রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনার সহ উপজেলা আওয়ামী লীগ, বনপাড়া পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের আজকের এই দিনে একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা করেছিল। এই বোমা হামলার সাথে জড়িতদেরকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা আরো বলেন আগামীতে বিএনপি- জামায়াত চক্রসহ তাদের দোসররা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে নস্যাৎ করার প্রতিনিয়ত চেষ্টা করছে।তাই তাদেরকে রাজপথেই প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে ১ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার হাতে ছেলে খুন ভাঙ্গুড়াতে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে ১০ শিক্ষার্থী পুরষ্কার পেলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত