নাটোরে ভেজাল গুড়ের অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা
- প্রকাশিত সময় ০৭:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / 62
নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
নাটোর জেলার বড়াইগ্রাম ও লালপুর উপজেলা এলাকায় ভেজাল গুর তৈরীর অপরাধে ৪ জন ব্যাবসায়ীকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকরা ১৯ হাজার ৬শ কেজি ওই ভেজাল গুর ধ্বংস করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই আদেশ দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান,মানুষের দেহের জন্য ক্ষতিকর এমন পদার্থ মিশিয়ে গুর তৈরী ও বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন নাটোর র্যাব ৫ সদস্যরা।
এ সময় লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিম পাড়া এলাকায় মতলেব গুড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় ছলিম গুড় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় মোস্তাফিজুর গুড় ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা এবং নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় সারুক গুড় ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ, ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই সময় গুর ব্যাবসায়ীদের কাছ থেকে জব্দ করা ঝোলা গুড় ৪ হাজার কেজি সহ মোট ১৯ হাজার ৬০০ কেজি ভেজাল গুর ছাড়াও ২৭ কেজি ফিটকিরি, ১৪ কেজি, চুন, ৪ কেজি, ফেব্রিক কালার, ১ কেজি, হাইড্রোজ, ২ কেজি সোডা ও ৫ কেজি, ডালডা ধ্বংস করা হয়।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে ১ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার হাতে ছেলে খুন ভাঙ্গুড়াতে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে ১০ শিক্ষার্থী পুরষ্কার পেলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত