টাঙ্গাইলে প্রেমের টানে পীরের বাড়িতে আসা ভারতীয় তরুণীকে ঘিরে রহস্য!
- প্রকাশিত সময় ১০:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / 109
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
প্রেমের টানে পীরের বাড়িতে আসা ভারতীয় তরুণীকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে আনার পরই ওই তরুণীকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে।
বিউটি খাতুন নামের ওই তরুণী সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামের বাসিন্দা খাদেম হোসেনের কাতার প্রবাসী ছেলে মামুনের কাছে ছুঁটে আসেন।
মামুন আসান পীরের নাতি। বিউটি খাতুন ভারতের কলকতার বর্ধমান শহরের শেখ হানিফের মেয়ে। খবর পেয়ে ওই তরুণীকে দেখার জন্য স্থানীয়রা ভিড় করলেও তাদের সামনে আনতে নারাজ প্রবাসীর পরিবার। পার্শবর্তী দেশ ভারতীয় নারী ওই পীরের বাড়িতে আসার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে কাতার প্রবাসী মামুন (২৮) দেশে ফিরেন। এর কয়েকদিন পর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মামুন ভারতে যান।
সেখান থেকে গত শুক্রবার ওই তরুণীকে বাংলাদেশে নিয়ে আসেন। পরদিন শনিবার কোর্ট ম্যারেজ ও স্থানীয় কাজীর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে মামুনের বিয়ে সম্পন্ন করা হয়।
ওই তরুণী আসার খবর পেয়ে স্থানীয়রা তাকে দেখার জন্য বাড়িতে গেলে তরুণী পর্দা করে এমন অজুহাতে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও দেখার জন্য ওই বাড়িতে গিয়ে ফিরে যাচ্ছে। এছাড়াও গণমাধ্যমকর্মীরা ওই বাড়িতে গেলে তথ্য না গিয়ে উল্টো তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন প্রেমিক মামুন ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয় শাহজাদপুর ইউপি সদস্য পরিতোষ চন্দ্র পাল বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মামুনের সঙ্গে ওই ভারতীয় তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মামুন প্রায় এক মাস আগে প্রবাস থেকে নিজ দেশে ফিরেন।
এর কিছুদিন পর মামুন ভারতে গিয়ে ওই তরুণীর পরিবারের সম্মতিতে গত শুক্রবার তাকে বাড়িতে নিয়ে আসেন। পরদিন কাজীর মাধ্যমে তাদের বিয়ে পরানো হয়। মামুনের দাদা পীর হওয়ায় তারা বিষয়টি নিয়ে তেমন আলোচনা করছেন না।’
শাহজাদপুরে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে ১ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার হাতে ছেলে খুন ভাঙ্গুড়াতে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে ১০ শিক্ষার্থী পুরষ্কার পেলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র