১৭ই আগস্ট বিএনপি জামাতের দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিক্ষোভ
- প্রকাশিত সময় ০২:১৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / 114
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
২০০৫ সালে ১৭ই আগষ্ট সারাদেশে বিএনপির জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি ঈশ্বরদী উপজেলার আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে বিকাল ৫টার সময় শুরু করে মিছিল উদ্বোধন করেন পাবনার -৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। এ বিক্ষোভ মিছিলটি ঈশ্বরদী পুরাতন বাসটার্মিনালের সামনে এসে শেষ হয়।
এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলী, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
প্রতিবাদ বিক্ষোভ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা পরিচালনা করেছেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস। উক্ত পথসভায় বক্তব্যর মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
২০০৫ সাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলি ১৭ই আগষ্টকে বিএনপি জামাতের দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস হিসাবে পালন করে আসছে।
টাঙ্গাইলে প্রেমের টানে পীরের বাড়িতে আসা ভারতীয় তরুণীকে ঘিরে রহস্য স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরে ১ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার হাতে ছেলে খুন ভাঙ্গুড়াতে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে ১০ শিক্ষার্থী পুরষ্কার পেলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ফেনীতে শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজনে ১৪টা গরু উপহার এমপি নিজাম উদ্দিন হাজারী’র জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত