ভূঞাপুরে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
- প্রকাশিত সময় ০৪:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / 119
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
১৭ আগস্ট (বুধবার) বিকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারি শিক্ষিকা আকলিমার ওপর হামলার প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা শিক্ষিকা আকলিমার ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বলেন, এমন ন্যাক্কারজনক হামলার চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনার আহবান জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মমতাজ খানম, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মফিজুর রহমান, জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলাম, পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ ছালাম মিয়া, ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম খান, ধুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (০৮ আগস্ট) সকাল ৮টা ৪৫ ঘটিকার সময় শিক্ষিকা আকলিমা তার কর্মস্থল বিদ্যালয়ে যাবার সময় পৌর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কুতুবপুর গ্রামের রাজিব, আলমগীর, আনোয়ার ও নাসরিন পথে বাঁধা প্রদান করে লাঞ্চিত ও হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ভূঞাপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
প্রধামন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশিতে উৎফুল্ল দাগনভূঞার মোনায়েম জ্বালানী ও নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার বিক্ষোভ ১৭ই আগস্ট বিএনপি জামাতের দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিক্ষোভ টাঙ্গাইলে প্রেমের টানে পীরের বাড়িতে আসা ভারতীয় তরুণীকে ঘিরে রহস্য ভাঙ্গুড়ায় জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ী আটক নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ রাজশাহীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শাহজাদপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে