খাবারের মান নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযোগ; কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হোটেল-রেস্তোরাঁ
- প্রকাশিত সময় ০৮:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / 162
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, আগষ্ট ১৮, ২০২২
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন নগরীতে খাবার হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নামে হোটেল মালিকদের হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এ ঘোষণা দেন কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হোটেল ও রেস্তোরাঁ।
হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.কলিম বলেন, কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। ছোট ছোট হোটেল মালিককেও ৩০ থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। এমনকি একেক জনকে মাসের মধ্যে তিন-চারবার জরিমানা করা হয়েছে। এতে হোটেল ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম।
তিনি আরও জানান, তাই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা করা হয়েছে। এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে’, বলেন তিনি। হয়রানির প্রতিকারে জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সকল হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে বলে জানান তিনি।
ভূঞাপুরে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন প্রধামন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশিতে উৎফুল্ল দাগনভূঞার মোনায়েম জ্বালানী ও নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার বিক্ষোভ ১৭ই আগস্ট বিএনপি জামাতের দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিক্ষোভ টাঙ্গাইলে প্রেমের টানে পীরের বাড়িতে আসা ভারতীয় তরুণীকে ঘিরে রহস্য ভাঙ্গুড়ায় জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ী আটক নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ রাজশাহীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শাহজাদপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় সাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে