কুষ্টিয়ার কুমারখালীতে ইঁদুর মারতে ধান খেতে বৈদ্যুতিক ফাঁদ, মারা গেলেন কলেজছাত্র
- প্রকাশিত সময় ০৮:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / 94
কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, আগষ্ট ১৭, ২০২২
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শ হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হন কৃষক মাসুদ আলী (৩৫)।
এমন মর্মান্তিক ঘটনা বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা য় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের কৃষক আনিসুর রহমানের ধান
খেতে ঘটেছে।
নিহত ছাত্রের নাম মো. সোহান (১৯)। সে গ্রামের ফজলু শেখের ছেলে ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অন্যদিকে কৃষক মাসুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা দু জনে সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, মাজগ্রামের সদর আলীর ছেলে আনিসুর রহমান ইঁদুর মারার জন্য ফাঁদ হিসেবে তার নিজ জমির ধানখেতে গোপনে বৈদ্যুতিক খোলা তার দিয়ে রেখেছিল। সন্ধ্যায় ওই জমির আইল দিয়ে একই গ্রামের কৃষক মাসুদ আলী তার জমিতে সার ছিটাতে গিয়েছিল।
আর ফুটবল খেলা শেষে বাড়িতে ফিরছিল কলেজ ছাত্র সোহান। এ সময়ে কৃষক মাসুদ বিদ্যুতায়িত হলে সোহান বাঁচাতে ছুটে যায়। এর মধ্যে সে বিদ্যুতায়িত হয়ে তার দেহ নিথর হয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন। আর মাসুদকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আহত কৃষকের ভাতিজি মিলি খাতুন বলেন, আমার চাচা মাঠে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চেঁচামিচি আর লাফঝাঁপ করছিল। এ সময় সোহান
তাকে বাঁচাতে ছুটে যায়। বাঁচাতে গিয়ে সোহান নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাজী হাসান তারেক বলেন, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু
জানিনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন হাসপাতালে এসেছিলেন। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। আর আরেকজন ভর্তি আছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুতায়িতত হয়ে একজন মারা গেছেন। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত বলা যাবে।
কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা হোটেল রেস্তোরাঁ-মালিক সমিতির প্রধামন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশিতে উৎফুল্ল দাগনভূঞার মোনায়েম জ্বালানী ও নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার বিক্ষোভ ১৭ই আগস্ট বিএনপি জামাতের দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিক্ষোভ টাঙ্গাইলে প্রেমের টানে পীরের বাড়িতে আসা ভারতীয় তরুণীকে ঘিরে রহস্য ভাঙ্গুড়ায় জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়ী আটক নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ রাজশাহীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন শাহজাদপুরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় সাক্ষর থাকলেও কর্মস্থলে পাওয়া যায় না আরএমও শামীমকে