সিরিজ বোমা হামলার প্রতিবাদে আটঘরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন
- প্রকাশিত সময় ০২:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / 56
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, আগষ্ট ১৮, ২০২২
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাবনার আটঘরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশটি আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে থানা মোড় হয়ে আটঘরিয়া বাজার বটতলা গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার ১৭ আগস্ট সন্ধ্যায় আটঘরিয়া যুবলীগ কর্তৃক আয়োজিত এপথ সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার। সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইম্মীন হোসেন চঞ্চল প্রমখ।
সভা পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন খান,মোজাম্মেল হক, কামরুজ্জামান টুটুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জামাল মোল্লা, একদন্ত ইউনিয়ন যুবলীগ সাধারণ এসএম মানিক হোসেন দেবোত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাকসুদুর রহমান টুলু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চাঁদভা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, মাজপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল বাতেন সরকার, সাধারণ সম্পাদক আশাফুদ্দৌলাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
চাটখিলে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত পাবনায় শ্রীকৃষ্ণের দুই দিনের জন্মাষ্টমী উৎসব শুরু ঈশ্বরদীতে গৃহবধু হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন সালিশে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধুকে ফের বিয়ে দিলেন ইউপি সদস্য টাঙ্গাইলে ডিমের হালি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে সারা দেশে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ব্যাহত উৎপাদন ঝিনাই নদীতে মিলল নিখোঁজ শিশু মিতুর লাশ রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা হোটেল রেস্তোরাঁ-মালিক সমিতির প্রধামন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশিতে উৎফুল্ল দাগনভূঞার মোনায়েম জ্বালানী ও নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার বিক্ষোভ