রাণীনগরে জন্মাষ্টমী উৎসব উদযাপন
- প্রকাশিত সময় ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / 130
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, আগষ্ট ১৯, ২০২২
নওগাঁর রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০ টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় সর্বজনীন প্রার্থনা করা হয়।
রাণীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ সহ অনেকেই। এছাড়াও জন্মাষ্টমী অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের হিন্দু স¤প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
ঈশ্বরদীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল র্যালী ফুলবাড়ী, দিনাজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা (ভিডিও) চাটখিলে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত পাবনায় শ্রীকৃষ্ণের দুই দিনের জন্মাষ্টমী উৎসব শুরু ঈশ্বরদীতে গৃহবধু হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন সালিশে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধুকে ফের বিয়ে দিলেন ইউপি সদস্য টাঙ্গাইলে ডিমের হালি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে সারা দেশে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ব্যাহত উৎপাদন রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা হোটেল রেস্তোরাঁ-মালিক সমিতির