ঈশ্বরদীতে একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালিত
- প্রকাশিত সময় ০৪:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / 104
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, আগষ্ট ২১, ২০২২
ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোডেস্থ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মাহাজাবিন শিরিন পিয়া, দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক সজীব মালিথা, যুগ্ন আহবায়ক আহসান হাবীব, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম বাবু, ও অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্রস্তবক অর্পণ করেন।
প্রসঙ্গত, রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল একটি দিন। আজ সেই নারকীয় সন্ত্রাসী হামলার ১৮তম বার্ষিকী।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতা। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু গ্রেনেডের আঘাতে নিহত হন দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন। আহত হন আরো প্রায় ৫ শতাধিক যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ছিল স্বাধীনতাকে হত্যা : এমপি মকবুল ঈশ্বরদীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল র্যালী ফুলবাড়ী, দিনাজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা (ভিডিও)
চাটখিলে ১৪ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত পাবনায় শ্রীকৃষ্ণের দুই দিনের জন্মাষ্টমী উৎসব শুরু ঈশ্বরদীতে গৃহবধু হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন সালিশে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধুকে ফের বিয়ে দিলেন ইউপি সদস্য টাঙ্গাইলে ডিমের হালি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে সারা দেশে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ব্যাহত উৎপাদন রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ ঘোষণা হোটেল রেস্তোরাঁ-মালিক সমিতির