পাবনার চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মমতাজ মহলের মতবিনিময়
- প্রকাশিত সময় ১০:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / 135
চাটমোহর প্রতিনিধি
প্রকাশিত:১০:১৫ অপরাহ্ন, আগষ্ট ২১, ২০২২
পাবনার চাটমোহরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন চাটমোহর প্রেসক্লারের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা প্রকাশক ও সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, সাংবাদিক ইকবাল কবির রঞ্জু, মো. ইশারত আলী, এস. এম. মাসুদ রানা, বকুল রহমান, বিপ্লব আচার্য্য, তুষার ভট্টাচার্য্য, এম. এস. আলম বাবলু, রেকাত আলী সুমন প্রমূখ।
এ সময় সাংবাদিকগণ, সাহিত্যিক প্রমথ চৌধুরীর ভিটার উন্নয়ন, বড়াল নদীর দখল-দূষণ প্রতিরোধ, নারী শিক্ষাঙ্গণের সামনে ইভটিজিং বন্ধ, প্রকৃত সাংবাদিকদের চিহ্নিত করণ, স্বোতিজাল বন্ধ, রাস্তা-ঘাটের উন্নয়নে দুর্নীতি প্রতিরোধ, ট্রেনের টিকিট কালোবাজারী বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ইত্যাদি নানা সমস্যার কথা ইউএনও সমীপে তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ বেগম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সরকারি নিয়ম-নীতির মধ্যে চাটমোহরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ‘আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য নোট করা থাকলো।
আপনাদের তথ্য ইতিবাচক। আমার পক্ষে যে সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে গঠনমূলক কাজ চলবে।’
মত বিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা, উপজেলা সহকারি প্রোগ্রামার (আইসিটি) মো. আব্দুল্লাহ্ আল নোমান উপস্থিত ছিলেন।
রাজশাহীর বাঘায় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর আলোচনা অনুষ্ঠিত >টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২
ঈশ্বরদীতে একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালিত বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ছিল স্বাধীনতাকে হত্যা : এমপি মকবুল পাবনার আটঘরিয়ার লক্ষীপুরে গণহত্যা দিবস পালিত পাবনার ভাঙ্গুড়ায় মহিলা আওয়ামীলীগকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র আটক পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে কিশোরের আত্মহত্যা সিরাজগঞ্জের শাহজাদপুরের বড় মহারাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়ায় পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলনে অবৈধ কমিটি গঠনের অভিযোগ